শিক্ষককে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেল ৫ যুবক


ডেস্ক রিপোর্ট :: মাধ্যমিক বিদ্যালয়ের এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ফাঁসাতে গিয়ে অবশেষে ফেঁসে গেলেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাঁচ যুবক। ওই পাঁচ যুবককে গ্রেফতার করে পাঁচদিনের রিমান্ড চেয়ে বুধবার বিকেলে আদালতে পাঠিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে কেন্দুয়া থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে।পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত রোববার (২৮ এপ্রিল) উপজেলার জয়কা সাতাশি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তপন চন্দ্র সরকারকে পরিকল্পিতভাবে হেরোইন দিয়ে ফাঁসানোর চেষ্টা করে ওই যুবকরা। তারা বিদ্যালয়ের মাঠে রাখা ওই শিক্ষকের মোটরসাইকেলের তেলের ট্যাংকের নিচে কাপড়ের মধ্যে হেরোইন রেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ওই শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায়। থানায় নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষকের পক্ষে এলাকার গণ্যমান্য ও স্থানীয় ব্যক্তিরা থানায় ছুটে গিয়ে ষড়যন্ত্রের শিকার শিক্ষককে তাদের জিম্মায় ছাড়িয়ে নেন।এদিকে, শিক্ষককে ফাঁসানোর ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে জোর তৎপরতা চালায় থানা পুলিশ। মঙ্গলবার (৩০ এপ্রিল) উপজেলার মাসকা ইউনিয়নের জয়কা গ্রামের ফয়সাল (২৬), দ্বীন ইসলাম (৩৪), পৌর এলাকার চকপাড়া গ্রামের নিবির (১৯), মাসকা গ্রামের আলী হোসেন (২৫) ও রকি (২০) নামে পাঁচ যুবককে গ্রেফতার করে পুলিশ।মাসকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঞা বকুল বলেন, শিক্ষক তপন চন্দ্র সরকারকে পরিকল্পিতভাবে হেরোইন দিয়ে ফাঁসানোর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিদ্যালয়ের ছাত্র-অভিভাবকসহ সুধীজন ও এলাকাবাসীসহ আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।এ বিষয়ে কেন্দুয়া থানা পুলিশের ওসি ইমারত হোসেন গাজী বলেন, শিক্ষককে ফাঁসানোর ঘটনায় ওই পাঁচ যুবক জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেছে। তাদের কাছ থেকে আরও রহস্য উদঘাটনের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।