শিক্ষক-নিবন্ধন পরীক্ষা প্রস্তুতি


ডেস্ক রিপোর্ট :: ১৫তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে। ১৯ এপ্রিল (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা স্কুল ও স্কুল পর্যায়-২ এর প্রিলিমিনারি পরীক্ষা এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।  খুব বেশি সময় হাতে নেই। পরীক্ষায় কাঙ্খিত ফল লাভে চাই জোর প্রস্তুতি।

আপনার প্রস্তুতির সুবিধার্থে আমাদের এই ধারাবাহিক আয়োজন…

আজকের বিষয়- গণিত

ঐকিক নিয়ম

১. একটি কলম ও একটি বইয়ের মূল্য একত্রে ৯৫ টাকা ।কলমটির মূল্য ১৫টাকা বেশি ও বইটির মূল্য ১৪ টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হতো । বইটির মূল্য কত?

ক. ৪৯টাকা খ. ৪৬টাকা গ. ৫০টাকা ঘ. ৪০টাকা

উত্তর: খ

২. ১৫টি ছাগলের মূল্য ৩টি গরুর মূল্যের সমান । ২০টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে?

ক. ৪টি খ. ৫টি গ. ৬টি ঘ. ১০টি

উত্তর: ক

৩. পানি ভর্তি একটি বালতির ওজন ১ কেজি । বালতির অর্ধেক পানি ভর্তি হলে ,তার ওজন দাড়ায় ৭কেজি। খালি বালতির ওজন কত?

ক. ৫কেজি খ. ৭কেজি গ. ২কেজি ঘ. ১কেজি

উত্তর: গ

৪. ঘণ্টায় ৬০কিলোমিটার বেগে ১০০ মিটার দীর্ঘ একটি ট্রেন ৩০০মিটার একটি দীর্ঘ প্লাটফরম অতিক্রম করতে কত সময় লাগবে?

ক. ২৪সেকেন্ড খ. ২০সেকেন্ড গ. ২৪মিনিট ঘ. ২০মিনিট

উত্তর: ক

৫. ৪জন পুরুষ বা ৮ জন স্ত্রীলোক একটি কাজ ৯ দিনে করতে পারে । ৬জন পুরুষ এবং ৬জন স্ত্রীলোক সেই কাজ কত দিনে করতে পারবে?

ক. ৪দিনে খ. ৬দিনে গ. ৫দিনে ঘ. ৩দিনে

উত্তর: ক

৬. ক ও খ একত্রে একটি কাজ ১২দিনে করতে পারে । ক একা কাজটি ২০দিনে করতে পারে । খ একা কাজটি কতদিনে করতে পারবে?

ক. ২৫দিনে খ. ৩০দিনে গ. ৩৫দিনে ঘ. ৪০দিনে

উত্তর: খ

৭. ৫টি গরুর মূল্য ২০টি ছাগলের মূল্যের সমান । একটি গরুর মূল্য ৫০০০টাকা হলে , ৫টি ছাগলের মূল্য কত টাকা?

ক. ১০০০ খ. ৬২৫০ গ. ৭৫০০ ঘ. ৮৬২৫

উত্তর: খ

৮. যদি একটি কাজ ৯জন লোক ১২দিনে করতে পারে, অতিরিক্ত ৩জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে?

ক. ৭ খ. ৯ গ. ১০ ঘ. ১২

উত্তর: খ

৯. একটি তেলপূর্ণ পাত্রের ওজন ৩২কেজি এবং অর্ধেক তেলসহ পাত্রের ওজন ২০ কেজি । পাত্রের ওজন কত?

ক. ৮কেজি খ. ১০কেজি গ. ১২কেজি ঘ. ৬কেজি

উত্তর: ক

১০. ১টি কলমের ১০টাকা এবং ১০টি খামের দাম ৩টাকা । ৩টি কলম ও ১০টি খামের দাম কত হবে?

ক. ৩৩ খ. ৩৬ গ. ৩৯ ঘ. ৩৮

উত্তর: ক

ল.সা.গু ও গ.সা.গু

১. ২টি সংখ্যার অনুপাত ৩ : ৪ এবং তাদের ল.সা.গু ১৮০ । সংখ্যা দুটি কী কী?

ক. ৭০,৬০ খ. ৬০,৫০ গ. ৫০,৪০ ঘ. ৪৫,৬০

উত্তর: ঘ

২. কত জন বালককে ১২৫টি কমলালেবু এবং ১৪৫টি কলা সমান ভাবে ভাগ করে দেওয়া যায়?

ক. ১০ খ. ৫ গ. ১৫ ঘ. ২৫

উত্তর: খ

৩. কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ১২, ১৮ এবং ২৪ দ্বারা বিভাজ্য হবে?

ক. ৮৯ খ. ৭০ গ. ১৭০ ঘ. ১৪২

উত্তর: খ

৪. ২টি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের গ.সা.গু ৪হলে সংখ্যা দুটির ল.সা.গু কত?

ক. ৯০ খ. ১১০ গ. ১২০ ঘ. ১৩০

উত্তর: গ

৫. ক-এর কাছে ২৬০টাকা আছে । এর সঙ্গে কত টাকা যোগ করলে সে সমস্ত টাকাকে ৬,৭ অথবা ৮জনের মধ্যে সমানভাবে ভাগ করে
দিতে পারবে?

ক. ৭৬ খ. ৮২ গ. ৯২ ঘ. ৮০

উত্তর: ক


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *