শিক্ষাবিদ মাষ্টার তাহির আলী আর নেই! বিভিন্ন মহলের শোক প্রকাশ


সুনামগঞ্জের ছাতকে বিশিষ্ট শিক্ষাবিদ, শালিস ব্যক্তিত্ব, সমাজ সেবক আলহাজ্ব মাষ্টার তাহির আলী (৭০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আজ মঙ্গলবার বিকেল ৩.১৫ ঘটিকার সময় তিনি নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, সন্তান ছেলে-মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা আগামী কাল বুধবার সকাল ১১ টার সময় নিজ গ্রামের বাড়ী উপজেলার খুরমা উত্তর ইউনিয়নের সেওতরপাড়া গ্রামে অনুষ্টিত হবে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের পরিষদের সাবেক সদস্য সামছুল হক, খুরমা দক্ষিন ইউনিয়নের পরিষদের সাবেক সদস্য আবু বকর সিদ্দিক, অ্যাডভোকেট সাহাব উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী ও সাবেক ছাত্রলীগ নেতা মিছবা উজ্জামান মাছুম, বিশ্ব স্বজন ফাউন্ডেশনের প্রতিষ্টাতা ফয়জুল হক এনাম, দেশের শীর্ষ স্থানীয় অনলাইন সংবাদ মাধ্যম ‘ সংবাদ প্রতিক্ষন’ এর সিলেট বিভাগীয় প্রধান, জাতীয় দৈনিক ‘ঢাকা প্রতিদিন’র সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ছাতক শাখার সভাপতি শামীম আহমদ তালুকদার। নেতৃবৃন্দ প্রথক বিবৃতিতে মরহুমের রূহের আত্নার মাগফিরা কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে। নামাজে জানাজায় আত্নীয় স্বজনসহ সবাইকে উপস্থিত থাকার জন্য মরহুমের পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।