শিরিন শীলাকে যুক্তরাষ্ট্রে বিশেষ সম্মাননা প্রদান করবে ফ্লোরিডার বাংলাদেশ এসোসিয়েশন 


মডেল শিরিন শীলা প্রথম বাংলাদেশী হিসেবে গৌরবজনক মিস ইউনিভার্স সুন্দরী প্রতিযোগিতার আন্তর্জাতিক আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করেছিলেন গত বছরের ডিসেম্বর মাসে। এর আগে একই বছরের অক্টোবর মাসে অনুষ্ঠিত প্রথম মিস ইউনিভার্স বাংলাদেশ সুন্দরী প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছিলেন তিনি। উক্ত আসরে ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী এবং সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন তাঁকে নিজ হাতে পুরস্কৃত করে ক্রাউন পরিয়ে দিয়েছিলেন। অল্প সময়েই মডেলিং জগতে নিজেকে আলাদা ভাবে পরিচয় করাতে পেরেছেন শিরিন শীলা তাঁর মেধা এবং যোগ্যতা বলে। বাংলাদেশকে বিশ্বের জনপ্রিয় মিস ইউনিভার্স সুন্দরী প্রতিযোগিতায় দাপটের সাথে প্রতিনিধিত্ব করার স্বীকৃতি পেলেন শিরিন শীলা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সবচেয়ে জনপ্রিয় বাংলাদেশী সাংস্কৃতিক সংগঠন ‘বাংলাদেশ এসোসিয়েশন অফ ফ্লোরিডা’ তাদের আগামী এশিয়ান ফেয়ার এবং কালচারাল শোতে শিরিন শীলাকে আমন্ত্রণ জানিয়েছে বিশেষ অতিথি হিসেবে। সংগঠনটির পক্ষ থেকে রেজা ইসলাম এই প্রতিবেদককে বলেন, “প্রতি বছর এশিয়ান ফেয়ার এ আমরা চেষ্টা করি বাংলাদেশের শিল্প  এবং সাহিত্য অঙ্গনের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গকে সম্মাননা জানানোর। সেই ধারাবাহিকতায় আমরা মনে করেছি গত বছর শিরিন শীলা আন্তর্জাতিক একটি প্লাটফর্মে বাংলাদেশকে চমৎকারভাবে প্রতিনিধিত্ব করেছিলেন। শেষ পর্যন্ত তিনি মিস ইউনিভার্স চ্যাম্পিয়ন হতে না পারলেও তাঁর পারফরমেন্স বিচারকমন্ডলী এবং দর্শকদের হৃদয়কে স্পর্শ করতে পেরেছিলো।আমরা আমাদের এসোসিয়েশনের পক্ষ থেকে তাই এশিয়ান ফেয়ার এন্ড কালচারাল শোতে শিরিন শীলাকে গৌরবজনক এশিয়ান ফেয়ার অ্যাওয়ার্ড ২০২০ প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।” 
 
এশিয়ান ফেয়ার এর ২৭ তম আসর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত হবে আগামী ১৪ এবং ১৫ মার্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *