শীর্ষ জয়ে ইংল্যান্ড-ভারতের পরই বাংলাদেশ!


বিশ্বকাপের আগে ডাবলিনে টানা দশ বছরের খরা কাটল বাংলাদেশের। টানা জয়ের রেকর্ডের পাশাপাশি শিরোপাও জিতেছে প্রথমবারের মতো। বিশ্বকাপের আগে এমন অর্জন টাইগারদের আরো এগিয়ে নিয়ে যাবে। বাড়াবে আত্মবিশ্বাসও।

২০১৮ সালের ১ জানুয়ারি থেকে ২০১৯ সালের ২০ মে পর্যন্ত ওয়ানডে ম্যাচ খেলা ও জয়ের তালিকায় ইংল্যান্ড-ভারতের পরই বাংলাদেশের স্থান।

গেল বছরের জানুয়ারি থেকে ২০ মে পর্যন্ত ৩৫টি ওডিআই খেলেছে ইংল্যান্ড। যেখানে তাদের জয়ের সংখ্যা ২৪টি। আর তালিকায় দ্বিতীয় থাকা ভারত খেলেছে ৩৩টি ম্যাচ। ইংল্যান্ড থেকে দুই ম্যাচ কমে তাদের জয়ের সংখ্যা ২২ ম্যাচ।

অপরদিকে গত দেড় বছরে ২৭টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ দল। যেখানে টাইগাররা জয় পেয়েছে ১৭টি ম্যাচে। আর সে সুবাদে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে স্টিভ রোডসের শিষ্যরা।

মাশরাফী বিন মোর্ত্তজার নেতৃত্বাধীন দলটি ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডের মাঠে দাপুটে ক্রিকেট খেলে উইন্ডিজকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে প্রথম কেনো শিরোপা জিতল।