ওপার বাংলার আলোচিত সিনেমা ‘আহা রে’। এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন কলকাতার বিখ্যাত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তার বিপরীতে আছেন বাংলাদেশের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ।
চলতি বছরের ২২ ফেব্রুয়ারি কলকাতায় মুক্তি পায় সিনেমাটি। এরপর দেশ-বিদেশের বিভিন্ন ফিল্ম ফেস্টিভালে অংশ নিয়ে বেশ প্রশংসা কুড়ায়।
বাংলাদেশের দর্শকদের জন্য সিনেমাটি বাংলাদেশে মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। তবু বাংলাদেশের দর্শকরা সুযোগ পাচ্ছেন সিনেমাটি দেখার। ৮ ডিসেম্বর দুপুর ১টায় সিনেমাটি দেখা যাবে জি-বাংলা সিনেমায়।
‘আহা রে’ নির্মাণ করেছেন রঞ্জন ঘোষ। রান্না নিয়ে নিরীক্ষাধর্মী গল্পে নির্মিত হয়েছে সিনেমাটি। এখানে শুভ-ঋতুপর্ণা ছাড়াও অভিনয় করেছেন অমৃতা চট্টোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়, দীপঙ্কর দেসহ আরও অনেকে।
সিনেমাটি ‘ভাবনা-আজ-ও-কাল’ এর ব্যানারে নির্মিত হয়েছে।