৪৬তম জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু পরিষদ, মিশিগানের উদ্যোগে আগামী রবিবার এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানটি ওইদিন সন্ধ্যা ৭টায় হ্যামট্রামিকের কাবাব হাউজে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা জনাব ড. মসিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখবেন বীর মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত লেখক এবং যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি জনাব ড. নূরুন নবী।
এ আলোচনা সভা ও দোয়া মাহফিলে যোগ দিতে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন মিশিগান স্টেট আওয়ামী লীগের সভাপতি ফারুক আহমেদ চান, সাধারণ সম্পাদক আবু আহমদ মুসা এবং বঙ্গবন্ধু পরিষদ, মিশিগানের আহ্বায়ক আহাদ আহমেদ, সাধারণ সম্পাদক সৈয়দ মতিউর রহমান শিমু।