সংবাদ বিজ্ঞপ্তি


সংবাদ বিজ্ঞপ্তি
ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২১

বরাবর: বার্তা প্রধান/ বার্তা সম্পাদক/ বার্তা প্রতিনিধি / সংস্কৃতি / ফ্যাশন পাতা সম্পাদক:
—————————————————————————————————————————————————————-

শুক্রবার শুরু হচ্ছ “ম্যান, মেইল, ম্যাসকুলিন” শিরোনামে দুই দিন ব্যাপি একটি আন্তর্জাতিক সম্মেলন (অনলাইন)

বাংলাদেশ এবং ভারতের গ্যেটে–ইন্সটিটিউট যৌথভাবে আয়োজন করতে যাছে “ম্যান, মেইল, ম্যাসকুলিন” শিরোনামে একটি আন্তর্জাতিক সম্মেলন (অনলাইন)

বাংলাদেশ এবং ভারতের মোট ৬ টি গ্যেটে–ইন্সটিটিউট যৌথভাবে M3: Man, Male, Masculine/ M³ | মানুষ, পুরুষ, পুরুষত্ব / ম৩| ম্যান, মেইল, ম্যাসকুলিন শিরোনামে একটি আন্তর্জাতিক সম্মেলন (অনলাইন) করেছে। ৩ এবং ৪ সেপ্টেম্বর সম্মেলনটি প্রচার করা হবে।

দক্ষিণ-এশীয় আঞ্চলিক এই প্রজেক্টটি বাংলাদেশ এবং ভারতে পুরুষত্বের বর্তমান দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করা হবে। বিভিন্ন সাংস্কৃতিক এবং শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে পুরুষত্ব সম্পর্কে বর্তমান দৃষ্টিভঙ্গি অনুসন্ধান করা এই প্রকল্পের মূল লক্ষ্য।আন্তর্জাতিক সম্মেলনটিতে পুরুষত্বকে প্রতিপাদ্য রেখে দক্ষিণ এশিয়া এবং ইউরোপের বিশেষজ্ঞ এবং শিল্পীরা তাঁদের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করবেন।

কেবলমাত্র স্টেরিওটাইপ এবং রোল মডেলগুলির বোঝার বিকাশের সুযোগ নয়, বরং বিভিন্ন দৃষ্টিকোণ এবং বিন্যাসের মাধ্যমে পুরুষত্বের পৃথক ধারণার প্রতিফলন দেখা যাবে। Homepag এ সাধারণভাবে পুরুষতান্ত্রিকতার উপর আলোকপাত এবং বাংলাদেশ এবং ভারতের প্রচলিত দৃশ্যের উপর বিশেষ জোর দেয়া হয়েছে।

বাংলাদেশ থেকে, ৪ সেপ্টেম্বর বিকাল ৫.০০ টায় ) কথোপকথনে থাকবেন এশা অরোরা (সাংবাদিক, বাংলাদেশ) এবং ফিকরি অনিল আল্টিনটাস (লেখক ও #হি ফার শে ক্যাটালিস্ট, জার্মানি)। লিঙ্গ কর্মক্ষমতা দৃষ্টিভঙ্গি এবং প্রসঙ্গ অন্তর্ভুক্ত করা হবে; লিঙ্গ ভিত্তিক সহিংসতা এবং পুরুষত্বের প্রাচ্যবাদের ধারণা নিয়ে আলোচনা করা হবে।

সমসাময়িক দক্ষিণ এশীয় চলচ্চিত্রে পুরুষত্বের উপস্থাপন নিয়ে ফিল্ম কিউরেটর এবং সাংবাদিক মীনাক্ষী শেদ্দেকে পরিচালিত একটি প্যানেল আলোচনা। বক্তাদের মধ্যে আছেন- মোস্তফা সরয়ার ফারুকী (বাংলাদেশ), রুবাইয়াত হোসেন (বাংলাদেশ), দেবাশীষ মাখিজা (ভারত) এবং বলিউড অভিনেত্রী তিলোত্তমা সোম (ভারত)।

লিঙ্গভেদে অভিনেতাদের জন্য কীভাবে আলাদাভাবে ভূমিকা লেখা হয় তা নিয়ে আলোচনা করা হবে। সিনেমার সেটে তাঁরা কীভাবে পরিচালিত এবং অভিনেতাদের পাশাপাশি পরিচালকদের বেতন স্কেলে লিঙ্গ বৈষম্যও উঠে আসবে। আলোচনা হবে শৈশবের ঘটনাগুলি একজন পৰিণত মানুষকে কিভাবে রূপ দেয় এবং পুরুষরা, নারী পরিচালকদের সিনেমা কতটুকু দেখেন?

অন্যান্য বক্তাদের মধ্যে রয়েছে: উর্বশী বুটালিয়া (নারীবাদী গবেষক ও লেখক, নয়াদিল্লি), ফ্লোরিয়ান ফিশার (ফ্রিল্যান্স কনসালটেন্ট অন সোশ্যাল ইস্যু, জার্মানি), মীনা কান্দাস্বামী (বর্ণ বিরোধী কর্মী, লেখক, ভারত), মাইকেল মিউজার (অধ্যাপক, সমাজবিজ্ঞান,ডর্টমুন্ড বিশ্ববিদ্যালয়) ), সুমাথি রামস্বামী (অধ্যাপক, ডিউক বিশ্ববিদ্যালয়, মার্কিন যুক্তরাষ্ট্র), এবং আরও অনেকে ।

শিল্পীদের মধ্যে থাকবেন অদিতি মিত্তল (লেখক, কৌতুক অভিনেতা, ভারত), অনামিকা জোশি (কথ্য শব্দ শিল্পী, ভারত), মনদীপ রাইখি (নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফার, ভারত), সুজান সাখসে (অভিনেত্রী, বার্লিন জার্মানি), কার্স্টিন রিকারম্যান এবং সিল্ক বেলার , চলচ্চিত্র নির্মাতা জার্মানি) এবং আরও অনেকে ।

জুমের মাধ্যমে সম্মেলনে আপনাদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করার অনুরোধ জানাই এবং সেশনগুলির জন্য অগ্রিম নিবন্ধন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।

সম্মেলনের সময়সূচী: ৩ এবং ৪ সেপ্টেম্বর ২০২১
Pre-register here: https://bit.ly/RegisterGIM3

_______________________________________________________________________________________________________
প্রেস বিজ্ঞপ্তিটি প্রকাশের জন্য অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি ।
ধন্যবাদসহ
খন্দকার মোঃ মাহমুদ হাসান | প্রোগ্রাম কো-অরডিনেটর | গ্যেটে–ইন্সটিটিউট বাংলাদেশ | সেল ফোনঃ ০১৭১ ৩০০ ৪২৫২ |

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *