নতুন বছরের শুরুতেই করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন বিষয়ে আমাদের অতি সতর্ক থাকতে হবে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের মেট্রো ডেট্রয়েটে ওমিক্রন সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে রোগীদের ভর্তির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) এর নির্দেশনা যথাযথভাবে মেনে চলতে হবে এবং প্রয়োজনের সময় একে অপরকে সাহায্য করতে হবে।
পাশাপাশি, যাদের টিকার বুস্টার ডোজ সবচেয়ে বেশি প্রয়োজন, তারা যেন সময়মতো পেতে পারে সে ব্যবস্থা করতে হবে।
একটি আধুনিক ও তথ্যনির্ভর সংবাদপত্র হিসেবে বাংলা সংবাদ সারাবিশ্বের বাংলা ভাষাভাষীদের জন্য কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে।
যাত্রার প্রথম থেকে যারা আমাদের পাশে থেকেছেন, আমরা তাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং প্রত্যাশা করি ২০২২ সালেও আপনাদের সবাইকে আমরা সাথে পাব।
সেই সাথে আমাদের পাঠক ও পৃষ্ঠপোষকদের ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা।