সবার বেতন কাটতে গিয়ে নিজেই চাকরি হারালেন রবার্টস


সম্প্রতি অস্ট্রেলিয়ার বেশকয়েকটি সংবাদমাধ্যমের খবর ছিল, করোনাভাইরাস পরিস্থিতিতে বোর্ডের আর্থিক অবস্থা সামলাতে না পারায় চাকরি হারাতে চলেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহি কেভিন রবার্টস। কিন্তু বোর্ড থেকে সরিয়ে দেয়ার আগেই তিনি নিজেই সরে গেছেন। রবার্টসের সড়ে যাবার খবর নিশ্চিত করেছেন সিএ চেয়ারম্যান আর্ল এডিংস।

করোনাভাইরাস মহামারির মধ্যে খরচ বাঁচানোর নানা পদক্ষেপ নিয়ে সমালোচিত হন রবার্টস। বোর্ডের ৮০ শতাংশ কর্মীর পারিশ্রমিক কেটে নেয়ার ইঙ্গিত দেন। পাশাপাশি বোর্ড কর্মকর্তাদের বেতনের ২০ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। তাই সিএর পরিচালনা পর্ষদ রবার্টসের কার্যকলাপে ক্ষুব্ধ ছিল। ফলে তাকে সরিয়ে দেয়ার সিদ্বান্ত নেয় সিএর পরিচালনা পর্ষদ। কিন্তু নিজ থেকেই দায়িত্ব ছেড়ে দিলেন রবার্টস।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহি হিসেবে রবার্টস ২০ মাস দায়িত্ব পালন করেছেন। ২০২১ সাল পর্যন্ত সিএ প্রধান নির্বাহী পদে থাকার চুক্তি ছিল রবার্টসের। তবে চুক্তি শেষ হওয়ার আগেই তাকে বিদায় নিতে হলো। বাকি ১৮ মাসের পারিশ্রমিক রবাটর্স পাবেন কিনা, সেটা নিয়ে সিএ কিছু জানায়নি। রবার্টসের পরিবর্তে সিএর ভারপ্রাপ্ত প্রধান নির্বাহির দায়িত্ব পেয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের স্থানীয় আয়োজক কমিটির প্রধান নির্বাহী নিক হকলি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *