সকল পাবলিক বিশ্ববিদ্যালয় অংশ গ্রহণে সমন্বিত ভর্তি পরীক্ষায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
বুধবার (১৭ জুলাই) একাডেমিক কাউন্সিলের ১৫৬তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
সমন্বিত ভর্তি পরীক্ষার পাশাপাশি দীর্ঘদিন থেকে প্রচলিত এমসিকিউ পদ্ধতির পরীক্ষায়ও পরিবর্তন আনতে চায় এ বিশ্ববিদ্যালয়।
এ বিষয়ে উপাচার্য বলেন, এমসিকিউ এর পাশাপাশি রিটেন পরীক্ষা চালু করতে একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে চলতি বছরেই এসব পদ্ধতির বাস্তবায়ন সম্ভব কিনা তা নিয়ে নির্দিষ্ট কোন সিদ্ধান্ত বলতে পারেননি তিনি।
উপাচার্য আরও বলেন, সম্প্রতি অনুষ্ঠেয় উপাচার্যদের সম্মেলনে আমরা নিজেদের সিদ্ধান্ত তুলে ধরবো। সেখানে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা সমন্বিত ভর্তি পরীক্ষায় যেতে চাই। এ পদ্ধতি চালু হলে শিক্ষার্থীদের ভোগান্তিসহ আর্থিক খরচ অনেকটা কমে যাবে। এমসিকিউ এর পাশাপাশি রিটেন পরীক্ষা চালু করলে প্রকৃত মেধাবী শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে।