সমাপনী পরীক্ষা বর্জনের হুমকি প্রাথমিক শিক্ষকদের

banglashangbad

আগামী ১৩ নভেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে সমাপনী পরীক্ষা বর্জনের হুমকি দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শিক্ষকরা মহাসমাবেশ পালন করতে চাইলে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় সমাপনী পরীক্ষা বর্জনের এই হুমকি দেয়া হয়।

আন্দোলনে নেতৃত্ব দেয়া সংগঠন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ ছামছুদ্দীন মাসুদ গণমাধ্যমকর্মীদের বলেন, আগামী ১৩ নভেম্বরের মধ্যে প্রধান শিক্ষকের দশম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড বাস্তবায়ন না হলে, আগামী ১৭ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া সমাপনী পরীক্ষা বর্জন করবেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

তিনি বলেন, এ সময়ের মধ্যে যদি আমাদের দাবি পূরণ না হয় তবে বার্ষিক পরীক্ষা বর্জন ও সব প্রাথমিক বিদ্যালয় তালাবদ্ধ করে দেয়া হবে।

তার এই বক্তব্যের পর শিক্ষকরা ধীরে ধীরে কেন্দ্রীয় শহীদ মিনার ছেড়ে চলে যান। তবে বিচ্ছিন্নভাবে কিছু শিক্ষক তখনও বিক্ষোভ করার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। ধীরে ধীরে সব শিক্ষক শহীদ মিনার ত্যাগ করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *