ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় আবু বক্কর সিদ্দিক ওরফে রকেট মেম্বার (৫৫) নামে সাবেক এক ইউনিয়ন পরিষদ সদস্যকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলা সদরের প্রাতবাজারে এ ঘটনা ঘটে। নিহত সিদ্দিক স্থানীয় ব্যাপারীপাড়া এলাকার মৃত চমক ব্যাপারীর ছেলে। তিনি সরাইল সদর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, পূর্বশত্রুতার জের ধরে প্রাতবাজার এলাকায় বর্তমান ইউনিয়ন পরিষদ সদস্য শাহ আলমের লোকজন সিদ্দিকের ওপর হামলা চালায়। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এরপর তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়া হলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।