হবিগঞ্জের হবিগঞ্জের চুনারুঘাটে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর।
বুধবার বিকাল সাড়ে ৪টায় সাতছড়ি গহীন জঙ্গল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, সাতছড়িতে অর্ধগলিত অজ্ঞাত মরদেহ দেখতে পেয়ে স্হানীয় লোকজন চুনারুঘাট থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ওই স্থানে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।
চুনারুঘাট থানা ওসি (তদন্ত) আলী আশরাফ সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান, প্রাথমিক ধারণা করা হচ্ছে এই ব্যক্তিকে হত্যা করে কেউ সাতছড়িতে ফেলে রেখে যায়। অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ ৪-৫ দিনের অর্ধগলিত। তিনি আরও জানান, মরদেহ সনাক্ত করতে মাধবপুর থেকে লোক আসতেছে। তারপর হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হবে।