সাপের মতো পোশাক পরে হাসির খোরাক ‘নাগিন’ সোনাক্ষী!


বিনোদন ডেস্ক :: সোনাক্ষী সিনহা বরাবরই ‘স্টাইলিশ’ হিসেবে খ্যাত। তার স্টাইল স্টেটমেন্ট অনেকেরই ঈর্ষার বিষয়। কিন্তু আচমকা এ কী হল সুন্দরীর?  

সম্প্রতি একটি ইভেন্টে ‘নাগিন’ অবতারে হাজির সোনাক্ষী। হুবহু সাপের খোলসের মতো দেখতে সাদা রঙের একটি লং ড্রেস পড়েন তিনি। আর তার এমন পোষাক দেখে অনেকেই নায়িকার ফ্যাশন সেন্স নিয়ে কথা বলতে শুরু করেছে। 

সোশ্যাল মিডিয়ায় অনেকেই কমেন্ট করেছেন, সোনাক্ষীর মতো এতো স্টাইল সচেতন একজন সুন্দরী ইভেন্টে হাজির হওয়ার জন্য কিভাবে এমন পোষাক বেছে নিলো?। আবার কেউ কেউ লিখেছেন, নায়িকার ফ্যাশন সেন্স কী দিনে দিনে নিচে নেমে যাচ্ছে নাকি? 

এছাড়া অনেকেই নায়িকার ফ্যাশন সেন্স নিয়ে হাসি-ঠাট্টা করছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীপিকা পাড়ুকোন। লাল লং গাউনে সবসময়ের মতো এবারো তিনি ‘দিভা’!