যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপুজাকে কেন্দ্র করে বিভিন্ন পুজা মন্ডপে প্রতিমা ভাংচুর, ইসকন মন্দির, রামকৃষ্ণ মিশন, রাম ঠাকুর সমাধি মন্দিরসহ বিভিন্ন মন্দির, ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে সাম্প্রদায়িক হামলা, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রবিবার, ২৪ শে অক্টোবর এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধন ইন্টারফেইথ লিডারশিপ কাউন্সিল, এইচএসএস মিশিগান চ্যাপ্টার, এইচএএফ, এইচসিআরসি, বিচিত্রা এবং কালিবাড়ি এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়। দুপুর ২টায় শহরের নাইন মাইল রোডস্থ মিশিগান কালিবাড়ির সামনে প্রতিকুল আবহাওয়াকে উপেক্ষা করে বিশাল মানববন্ধনে ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে শিশু-কিশোর, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ অংশ নেন।
বক্তব্য রাখেন মিশিগান রাজ্য প্রতিনিধি পদ্ম কুপ্পা, এইচসিআরসি চেয়ারপার্সন নারায়ণ স্বামী, ইসকন ডেট্রয়েটের চেয়ারপার্সন ডাঃ ন্যাপ, ভারতীয় টেম্পলের সাবেক চেয়ারপার্সন শুক্লা জোশী, ক্যান্টন মন্দিরের সভাপতি ড. রাম গ্র্যাগ, কালীবাড়ী যুব ফোরামের বিজয়া চৌধুরী, শর্মিলা খাস্তগীর, ললিতা রায়, মিশিগান কালিবাড়ির প্রেসিডেন্ট শ্যামা হালদার, স্থানীয় ডেমোক্রেট নেতা হিরোক চন্দ, ইসকন ডেট্রয়েটের সভাপতি ভারত প্রভু প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রদায়িক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন ও তীব্র নিন্দা জানান। তারা পরিকল্পিতভাবে কোরান অবমাননার ইস্যু সৃষ্টিকারী মহলকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অবিলম্বে চিহ্নিত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি জোর দাবি জানান। একই সাথে সারাদেশে যে সব হামলার ঘটনা ঘটেছে, সেসব বর্বর ঘটনার সাথে জড়িতদেরও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।
উল্লেখ্য, সম্প্রতি কুমিল্লার নানুয়ারদিঘী পূজামণ্ডপে প্রতিমার পায়ের কাছে কোন এক ষড়যন্ত্রকারী মহল মুসলমানদের ধর্মগ্রন্থ কোরান রেখে দিয়ে পরিকল্পিতভাবে সারাদেশে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে হিন্দু ধর্মালম্বী সাধারণ মানুষের ওপর পৈশাচিক আক্রমণ নামিয়ে আনে।