সারা আমেরিকাবাসীর চোখ এখন মিশিগানের ছোট্ট এক শহর পর্টেজের দিকে


সারা আমেরিকাবাসীর চোখ এখন মিশিগানের ছোট্ট এক শহরের দিকে। আর ছোট্ট এই শহরের নাম পর্টেজ।
মিশিগান অঙ্গরাজ্যের কালামাজু কাউন্টির ছোট্ট এ শহরটিতে রয়েছে ফাইজার কোম্পানীর সবচেয়ে বড় প্ল্যান্ট, আর সেখান থেকেই আজ ১৩ ডিসেম্বর সকাল থেকে বহু প্রতিক্ষিত করোনা ভ্যাকসিন সারা আমেরিকার বিভিন্ন রাজ্যের উদ্দেশ্যে পাঠানো হচ্ছে।
পর্টেজ শহরের অধিবাসিরা কনকনে শীতের ভোরে দাড়িয়ে দেখছেন আর স্বাক্ষী হচ্ছেন সেই ঐতিহাসিক মূহূর্তের।  মার্শিয়া মিলার নামের এক মহিলা বলছিলেন, আমরা গর্বিত যে আমাদের শহর থেকে সারা আমেরিকায় এ ভ্যাকসিন যাচ্ছে এবং এ থেকে লাখ লাখ মানুষ উপকার পাবে।
আজ সকাল ৮টা ২৫ মিনিটের দিকে ফেডেক্স ও ইউপিএস এর ট্রাকগুলো ভ্যাকসিন নিয়ে বিমান বন্দর ও বিতরণ কেন্দ্রগুলোর  দিকে ঐতিহাসিক যাত্রা করে। ফাইজার সুত্রে জানা গেছে আজ ১ দশমিক ৯৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন বিভিন্ন রাজ্যের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।  প্রাথমিকভাবে ৬ দশমিক ৪ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সরবরাহ করা হবে এবং মিশিগান ৮৪ হাজার ৮২৫ ডোজ  পাবে বলে জানা গেছে।  বছর শেষ হওয়ার আগে ৩৩ দশমিক ৬ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সরবরাহ করা হবে বলে জানা গেছে।
করোনাভাইরাসে সংক্রামিত হয়ে আমেরিকায় এ পর্যন্ত ২ লাখ ৯৭ হাজার মানুষ মারা গেছেন এবং আক্রান্ত হয়েছেন ১ কোটি ৬০ লাখ মানুষ।  সারা বিশ্বে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ১৬ লাখ ৯ হাজারেরও বেশী মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *