প্রিয় সালমান শাহ,
নিশ্চয়ই আপনি শান্তিতে আছেন। আপনি কি জানেন, আপনার গাড়ি আজ আমাকে কতোটা আবেগ আপ্লূত করেছে? আপনাকে সামনা-সামনি দেখার সৌভাগ্য হয়নি, কিন্তু আপনার স্পর্শ পাওয়া গাড়ির স্পর্শ নিয়ে মনে হচ্ছিলো, আপনাকেই যেনো ছুঁয়ে ফেল্লাম!
আপনার মুখখানা ভাসছিলো চোখের সামনে। হটাৎ মনে হলো আপনি তো কাছে নেই! কি এক অদ্ভুত অনুভূতি” যানেন, আপনার গাড়িটাও অন্য একজন কিনে নিয়েছে! গাড়ির রংও বদলে ফেলেছে!
এটা ভেবে আরো কষ্ট পাচ্ছিলাম, আপনার ভক্ত হিসেবে আমাদের যে ভালোবাসা আর আবেগ আপনার প্রতি, তা যদি আপনার পরিবারের কারো থাকতো, তাহলে হয়তো এই গাড়িটা আপনার বাড়ীতেই থাকতো।
যাই হোক, আমার বন্ধু সাকিব শুভকে অনেক ভালোবাসা আমাকে এই অনুভূতির সম্মুখীন করার জন্য। তবে আপনার গাড়িটা কিন্তু বস সেই রকম। আপনার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা।
(চিত্রনায়ক সাইমন সাদিকের ফেসবুক পেজ থেকে সংগৃহীত)