সিলিন্ডার বিস্ফোরণ, মানুষগুলো বাঁচলেও শেষ রক্ষা হলো না ছাগলের


বগুড়ার ধুনট উপজেলায় আকাশে ওড়ানোর রঙিন বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে মা, ছেলে ও বিক্রয়কর্মীসহ পাঁচজন আহত হয়েছেন। বিস্ফোরিত সিলিন্ডারের আঘাতে সাতটি ছাগলের মৃত্যু হয়েছে। লণ্ডভণ্ড হয়েছে পাঁচটি ঘরসহ আসবাবপত্র।

আহতরা হলেন, উপজেলার চিকাশি ইউনিয়নের ঝিনাই গ্রামের আব্দুল্লাহর ছেলে আসাদুর রহমান (৩০), তার মা ছানোয়ারা খাতুন (৫৫), ফদির উদ্দিনের ছেলে সোহাগ উদ্দিন (২৫), ফজলুল হকের ছেলে মিজানুর রহমান (২২) ও আবুল কালামের ছেলে নজরুল ইসলাম (৩০)।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়ার গাবতলী উপজেলায় ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা উপলক্ষে মঙ্গলবার রাতে ধুনট উপজেলার ঝিনাই গ্রামের আসাদুর রহমান তার বাড়ির আঙ্গিনায় শিশুদের খেলনা বেলুনে গ্যাস ভরার প্রস্তুতি নেন। তিনি সিলিন্ডারে পরিমাণ মতো পানি মিশিয়ে কস্টিক সোডা আর অ্যালুমিনিয়াম পাউডার দিয়ে তৈরি করেন বিপজ্জনক হাউড্রোজেন গ্যাস। সেই গ্যাস দিয়ে বিভিন্ন কার্টুনের অবয়বে বানানো বাহারি ডিজাইনের খেলনা বেলুন ভরছিলেন।

হঠাৎ গ্যাসের সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরণে পাঁচজন আহত হন। বিস্ফোরিত সিলেন্ডারের আঘাতে ঘটনাস্থলেই সাতটি ছাগল মারা যায়। এ সময় ওই বাড়ির পাঁচটি ঘরসহ আসবাবপত্র লণ্ডভণ্ড হয়ে যায়। আহতদের উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাদিয়া সুলতানা বলেন, গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে আহত ব্যক্তিদের শরীরের প্রায় ৫০ শতাংশ ক্ষতবিক্ষত হয়েছে। এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহতদের চিকিৎসার খোঁজখবর নেয়া হচ্ছে। বেলুনে ভরার জন্য নিরাপদ হিলিয়ামের পরিবর্তে নিষিদ্ধ হাইড্রোজেন ব্যবহারের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে।