সিলেটের উদীচীর সমাবেশ,সংস্কৃতিখাতে বরাদ্দ বৃদ্ধির দাবী


২০১৯-২০ অর্থ বছরের জাতীয় বাজেটে সংস্কৃতিখাতে অপ্রতুল বাজেট বরাদ্দের প্রতিবাদে এবং সংস্কৃতিখাতে বাজেট বৃদ্ধির দাবীতে উদীচী সিলেটের সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় উদীচী গৃহিত এই সাংস্কৃতিক সমাবেশ পালিত হয়েছে সারাদেশব্যাপী।

শুক্রবার বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনারের সামনে এই প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ পালন করা হয়।

উদীচী সিলেটের সভাপতি এনায়েত হাসান মানিকের সভাপতিত্বে এবং সহ সভাপতি মধব রায়ের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় উদীচীর সাবেক সহ সভাপতি ব্যারিস্টার আরশ আলী।

উদীচী সিলেট জেলা সংসদের প্রতিবাদী সঙ্গিত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া সাংস্কৃতিক সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি সিলেটের প্রবীণ নেতা বীরেন্দ্র দেব, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, ওয়ার্কাস পার্টি সিলেটের সভাপতি সিকন্দর আলী, কমিউনিস্ট পার্টি সিলেটের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী সুমন, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, উদীচী ফেঞ্চুগঞ্জ শাখার সভাপতি উত্তম কুমার চৌধুরী, উদীচী লাক্কাতুরা শাখার সাধারণ সম্পাদক কাজল গোয়ালা, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সম্পাদক মন্ডলীর সদস্য মনিষা ওয়াহিদ প্রমুখ।

প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন উদীচী সিলেটের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন চিত্রণের পরিচালক সত্যজিত চক্রবর্তী, উদীচী সিলেটেরসহ সভাপতি রতন দেব, প্রফেসর ডা. অভিজিৎ দাস জয়, সিনিয়র সদস্য রজত চৌধুরী, কোষাধ্যক্ষ স্বপ্ন দে, দপ্তর সম্পাদক স›দ্বীপ দেব, নাট্য সম্পাদক ফাহমিদা বৃষ্টি, সদস্য হরিপদ চন্দ, সিদ্ধার্থ দে, প্রদ্যুত দাস, বাহার উদ্দিন, আবুল কাশেম প্রমুখ।