সিলেটের দক্ষিণ সুরমায় অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই


সিলেটর দক্ষিণ সুরমায় অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রোববার রাত সাড়ে ৭টার দিকে কিন ব্রিজের দক্ষিণ পাড়ে দুটি দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এতে প্রায় ১৫ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা জানান, দক্ষিণ সুরমার ফরিদা ম্যানশনের সামনের হাসান ট্রেডার্সের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। হাসান ট্রেডার্স থেকে আগুন ছড়িয়ে পড়ে জুয়েল ট্রেডার্সে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার যিশু তালুকদার বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনই কিছু বলা যাবে না।