সিলেটের বিভিন্ন জেলায় র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ৫ জন


সিলেট বিভাগের বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯।

সোমবার (২২ জুলাই) ও মঙ্গলবার (২৩ জুলাই) সিলেটের হবিগঞ্জ জেলা, মৌলভীবাজার জেলা, কোম্পানীগঞ্জ উপজেলা ও সিলেট নগরের আম্বরখানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, সোমবার (২২ জুলাই) রাত ২টা ১৫ মিনিটে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকায় অবৈধ মাদক উদ্ধার ও গ্রেফতার অভিযান পরিচালনা করে মোঃ আব্দুল নূর (৫০) নামে একজনকে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

একই দিন রাত সাড়ে ৮টায় সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে ১২৩ বোতল নিষিদ্ধ ফেন্সিডিলসহ মোঃ ফখরউদ্দীন উদ্দিন (৩০) ও আলী আহমদকে (২৩) গ্রেপ্তার করা হয়। একই দিন রাত সাড়ে ৯টায় আম্বরখানা এলাকা থেকে ২২৩ পিস ইয়াবাসহ মোঃ বাবুল মিয় কে (৩০) গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২৩ জুলাই) ভোরে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন কালাপুর বাজার থেকে জিআর নং- ১৮৫/১৭ তারিখ ০৩/৭/২০১৭ ইং এর ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ জহিরুল ইসলাম সোহানকে (২৫) গ্রেপ্তার  করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯।

উদ্ধারকৃত আলামতসহ ও গ্রেপ্তারকৃত আসামিদেরকে নিজ নিজ এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।