ভয়ঙ্কর করোনাভাইরাসের ছোবলে স্থবির সিলেট। মারাত্মক সংকটের মুখে মানুষ। ইতিমধ্যে সিলেটজুড়ে করোনাক্রান্ত পাঁচজন সনাক্ত হয়েছেন। এই কঠিন সময়ে সিলেট বিভাগের সাড়ে ১২ হাজার বর্গকিলোমিটার এলাকা লকডাউন তথা অবরুদ্ধ হয়ে আছে।
জানা গেছে, সিলেট বিভাগের চারটি জেলা তথা সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ এখন লকডাউনের আওতায় রয়েছে। এ চার জেলা মিলে মোট আয়তন হয় ১২ হাজার ৫৫৮ বর্গকিলোমিটার।
জানা গেছে, গেল ৫ এপ্রিল সিলেট বিভাগের মধ্যে প্রথম করোনাক্রান্ত রোগী ধরা পড়ে। নগরীর হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা এক চিকিৎসক আক্রান্ত হিসেবে সনাক্ত হন। এরপর গত শনিবার (১১ এপ্রিল) সিলেট জেলাকে লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন।
এদিকে, গত রবিবার সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার এক নারী করোনাক্রান্ত বলে সনাক্ত হন। এরপর ওই দিন বিকালেই সুনামগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়।
ঢাকার নারায়ণগঞ্জ থেকে হবিগঞ্জে আসা এক ব্যক্তির শরীরে করোনা ধরা পড়ে গত শনিবার। এরপর ওই দিন বিকালে হবিগঞ্জ জেলা প্রশাসন এ জেলাকে লকডাউন ঘোষণা করে।
সর্বশেষ মৌলভীবাজার জেলাকে কাল সোমবার লকডাউন করা হয়েছে। এর আগে এ জেলায় গত ৫ এপ্রিল রাতে করোনাক্রান্ত ব্যক্তি সনাক্ত হন। মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের আকুয়া গ্রামের এক ব্যক্তি করোনাক্রান্ত হিসেবে ধরা পড়েন। কিন্তু করোনার উপসর্গ নিয়ে আগের দিনই তিনি মারা যান। পরে তার শরীরের নমুনা পরীক্ষা করে করোনা সনাক্ত করা হয়।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই লকডাউনের মধ্যে এক জেলা থেকে অন্য জেলায় যাওয়া যাবে না। এমনকি এক জেলার মধ্যে এক থানা থেকে অন্য থানায়ও যাওয়া এখন কার্যত নিষিদ্ধ। এই সময়ে সবাইকে ঘরে অবস্থানের নির্দেশনা দিয়েছে প্রশাসন।