সিলেটের হলিসিটি পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে বই উৎসব


হলিসিটি পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। বছরের প্রথম দিন ১লা জানুয়ারি এই বই উৎসবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন প্রধান অতিথি মদন মোহন কলেজের সাবেক প্রিন্সিপাল ও রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২ বাংলাদেশের গর্ভনর লে. কর্ণেল (অবঃ) আতাউর রহমান পীর।

হলিসিটি পাবলিক স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান শাহ মো. লোকমান আলীর সভাপতিত্বে ও ইসফাক হোসেন ফজলের পরিচালনায় বই উৎসব অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আফতাব হোসেন খান, ৮নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ, অগ্রণী তরুণ সংঘের সভাপতি জহিরুল ইসলাম মিশু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হলিসিটি পাবলিক স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল শিলা দেবী। শুভেচ্ছা বক্তব্য রাখেন হলিসিটি পাবলিক স্কুল এন্ড কলেজ ভাইস প্রিন্সিপাল সতীশ রুদ্র পাল।

ফারহান সিদ্দিক ফুয়াদের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন অভিভাবক কমিটির সভাপতি মো. মানিক মিয়া, রোটারিয়ান তোফায়েল আহমদ।

আরো উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষিকা নাজিফা জাহান, তাসলিমা আক্তার, তাহছিনা বেগম, কবির হোসাইন, মনিকা দেবী, আফরোজা শাহরিয়া নওশিন, শাহেলী হাবিবা, পূরবী নাথ, ফৌজিয়া বিনতে, মৌসুমী জাহান, ফাতেহা বেগম, ইনচার্জ সাবনাজ সাবরিনা, অভিভাবকবৃন্দের মধ্যে শামীম আহমদ, সাদিক আহমদ, দেলওয়ার ইবনে রহমান, শামীম আহমদ, লাকী আক্তার, হাসিনা বেগম, দিবাকর, সুকুমার, রাজু পাল, তাহেরা বেগম, নাসিমা আক্তার প্রমুখ।