সিলেটে কারাবন্দিদের টিভি উপহার দিলেন সেলিনা মোমেন


সিলেট কেন্দ্রীয় কারাগারের বন্দিদের জন্য একটি টেলিভিশন উপহার দিয়েছেন ড. এ কে আবদুল মোমেনের সহধর্মিনী বিশিষ্ট সমাজসেবী সেলিনা মোমেন। আজ বৃহস্পতিবার দুপুরে সিলেট সদর উপজেলার বাদাঘাটস্থ সিলেট কেন্দ্রীয় কারাগারে নিজে উপস্থিত হয়ে তিনি উপহারটি কারাকর্তৃপক্ষের হাতে তুলে দেন।

এর আগে সেলিনা মোমেন সিলেট কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে যান।   এসময় কারাবন্দিরা তাঁর কাছে একটি টেলিভিশনের আবদার করেন। এই আবদারের পরিপ্রেক্ষিতেই আজ একটি এল.ই.ডি টেলিভিশন নিয়ে নিজে স্বশরীরে কারাগারে উপস্থিত হন জনদরদী সেলিনা মোমেন।

এসময় উপস্থিত সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।