সিলেটে গোয়েন্দা সদস্যের উপর হামলা, ৪ জনের কারাদণ্ড


সিলেটে গোয়েন্দা সংস্থার এক সদস্যের উপর হামলার ঘটনায় ৪ জনকে সাজা দিয়েছেন আদালত।

বুধবার (১৭ জুলাই) অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক মোস্তাইন বিল্লাহ এ রায় দেন।হামলার ঘটনায় দায়েরকৃত মামলার চার আসামীর মধ্যে একজন ৭ বছর এবং বাকি তিনজনকে ৩ বছর করে কারাদন্ড প্রদান করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালে ১৬ জুলাই দুপুর দেড়টার দিকে গোয়েন্দা সংস্থার সদস্য জামিল আহমদ তার অসুস্থ ভাগনিকে দেখতে সিলেটের ইবনে সিনা হাসপাতালে যান। হাসপাতালের একটি কেবিনে অবস্থানকালে আব্দুল মালেক ও তার সহযোগীরা তার উপর হামলা চালান। হামলায় গুরুতর আহত হন গোয়েন্দা সংস্থার সদস্য জামিল আহমদসহ দুইজন। এ ঘটনায় সিলেট কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন জামিলের বড় ভাই শামসুল ইসলাম।

দুই বছর ধরে মামলা তদন্ত ও স্বাক্ষী গ্রহণ শেষে বুধবার রায় দেন আদালত।

৭ বছর কারাদন্ডপ্রাপ্ত আসামী আব্দুল মালেক (৪২) সিলেটের গোলাপগঞ্জ থানার লক্ষণাবন্দ গ্রামের রফিকের ছেলে। ৩ বছর কারাদন্ডপ্রাপ্ত জিলু মিয়া (৩০) ও ইমরান (৩৪) উভয়েই মোগলাবাজার থানার বাসিন্দা।

দন্ডপ্রাপ্ত সকল আসামী বর্তমানে পলাতক রয়েছে বলে জানা গেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *