সিলেটে চালু হলো পাঁচ তারকা মানের গ্র্যান্ড প্যালেস হোটেল এন্ড রিসোর্ট


আতিথেয়তা এবং উন্নতমানের সেবার প্রতিশ্রুতি নিয়ে পর্যটন নগরী সিলেটে পাঁচ তারকা মানের সুযোগ সুবিধা নিয়ে যাত্রা শুরু করলো গ্র্যান্ড প্যালেস হোটেল এন্ড রিসোর্ট।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে ফিতা কেটে হোটেলটি উদ্বোধন করেন গ্র্যান্ড প্যালেস হোটেল এন্ড রিসোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান সালাহ উদ্দিন আহমদ।

নগরীর জল্লারপাড়ে এস এ গ্রুপ অব কোম্পানিজের মালিকানাধীন দেশিয় চেইন হোটেল ‘গ্র্যান্ড প্যালেস হোটেল এন্ড রিসোর্ট’ রংপুরের পর সিলেটে কার্যক্রম শুরু করলো।

উদ্বোধনী অনুষ্ঠানে গ্র্যান্ড প্যালেস হোটেল এন্ড রিসোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান সালাহ উদ্দিন আহমদ বলেন, প্রাকৃতিক ভাবেই সুন্দর শহর সিলেট। তাই এখানে পর্যটকদের আনাগোনা বেশি। সিলেটের মানুষদের ও এখানে আগত পর্যটকদের উন্নতমানের সেবা দিতেই ‘গ্র্যান্ড প্যালেস হোটেল এন্ড রিসোর্ট’ এর শাখা করা হয়েছে। আমরা পর্যটন শিল্পের প্রসারে বেসরকারি উদ্যোক্তা হিসেবে কাজ করতে চাই। তাই বিভাগীয় শহর ও গুরুত্বপূর্ণ জেলাগুলোতে আমাদের এই চেইন হোটেল করতে চাই।

এই হোটেলের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমি মনে করি আমার এই প্রতিষ্ঠানগুলোর মালিক এই দেশের জনগণ। কারণ এখন পর্যন্ত এস এ গ্রুপ অব কোম্পানি যত প্রতিষ্ঠান করেছে তা জনগণের সেবার জন্যই।

উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, সিসিকের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, নোয়াখালীর সেনবাগ উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ চৌধুরী, এসএ গ্রুপের পরিচালক নূরে আলম রুবেল, লিডিং ইউনিভার্সিটির ট্রেজারার  বনমালী ভৌমিক, নর্থইষ্ট ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত রেজিষ্টার শাহাজাদা আল সাদিক, পরিচালক ফাইনান্স শামস এলাহি রাসেল, জেলা আইনজীবী সমিতির সভাপতি এটিএম ফয়েজ উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দীকি, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থ, ইমজা’র সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেণু, ইমজার সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ, ক্রীড়া লেখক সমিতি সিলেট শাখার সভাপতি মান্না চৌধুরী, দৈনিক উত্তরপূর্ব’র প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিম, দৈনিক মিররের সম্পাদক আহমদ নূর, দৈনিক যুগভেরীর নির্বাহী সম্পাদক অপূর্ব শর্মা, দৈনিক একাত্তরের কথা’র নির্বাহী সম্পাদক মঈন উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি এম এ হান্নান।

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হোটেল গোল্ডেন সিটির সত্ত্বাধিকারী সিরাজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক খালেদ আহমদ, ফয়সল আলম, এটিএন নিউজের সিলেট ব্যুরো চীফ সজল ছত্রী, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মিয়া, বনিক বার্তার সিলেট ব্যুরো চীফ দেবাশীষ দেবু, এনটিভির স্টাফ রিপোর্টার মারুফ আহমদ, আনিস রহমান, কয়লা আমদানিকারক কামাল আহমদ, সঞ্জয় দাস, এসএমপির ট্রাফিক ইন্সপেক্টর মো: হাবিবুর রহমান, হোটেল ব্যবসায়ী মিষ্টু দত্ত, ইন্ডিপেনডেন্ট টিভির স্টাফ রিপোর্টার মাধব কর্মকার প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন এসএটিভির হেড অব নিউজ মাহমুদ আল ফয়সল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গ্র্যান্ড প্যালেস হোটেল এন্ড রিসোর্টের জেনারেল ম্যানেজার আহসান ইসহাক, এক্সিকিউটিভ ডাইরেক্টর হুমায়ুন কবীর।

গ্র্যান্ড প্যালেস হোটেল এন্ড রিসোর্টের এক্সিকিউটিভ ডাইরেক্টর হুমায়ুন কবীর জানান, হোটেল আর্কিটেকচার এবং অভ্যন্তর নকশায় রয়েছে সৃজনশীলতার ছোঁয়া। এছাড়াও সুইমিংপুল, স্পা, জিম, হলরুম, কনফারেন্স/মিটিং রুম, বলরুম, ইন্টারনেট, ২৪ ঘণ্টা রুম সার্ভিসসহ পাঁচ তারকা হোটেলের মানের সকল সেবা পাওয়া যাবে এই হোটেল এন্ড রিসোর্টে।