সিলেটে শিশু সন্তানকে সুরমা নদীতে ফেলে দিল মা,উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস


শহরতলীর কুমিরগাঁও এলাকায় ব্রিজের উপর থেকে এক শিশুকে সুরমা নদীতে ছুঁড়ে ফেলে দিয়েছে সৎমা। শুক্রবার বিকেল ৩টায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় সালমা বেগম নামের ওই নারীকে জনতার সহযোগিতায় আটক করেছে পুলিশ।আটক সালমা নদীতে ফেলে দেয়া শিশুর সম্পর্কে খালা বলে জানা যায়।

আটক সালমা বেগম (২৮) সিলেট মহানগরীর জালালাবাদ থানার ফতেহপুর গ্রামের জিয়াউল হকের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে সতীনের পাঁচ বছর বয়সী মেয়ে মাহাকে নিয়ে কুমারগাঁও ব্রিজে আসে সালমা বেগম। পরে ব্রিজের উপর থেকে তাকে নদীতে ফেলে দেয়। ব্রিজ থেকে শিশু ফেলে দেয়ার দৃশ্য দেখতে পেয়ে উপস্থিত লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেয়। সালমা বেগমও তিন সন্তানের জননী।

জালালাবাদ থানার ওসি অকিল উদ্দিনন সিলেট প্রতিদিনকে জানান, শিশুটিকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালিয়ে যাচ্ছে এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।