সিলেট ওসমানীনগরে ফাঁদে আটকা মেছো বাঘ


সিলেটের ওসমানীনগরে হাজী আজির উদ্দিন মেম্বারের বাড়িতে ফাঁদে আটকা পড়েছে একটি মেছো বাঘ।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) উপজেলার তাজপুর ইউনিয়নের হস্তিদুর গ্রামে ফাঁদ পেতে ওই বাঘটিকে আটক করা হয়।

স্থানীয়রা জানান, কয়েকদিন আগে মেম্বারের বসতভিটায় নিরাপত্তার খাতিরে বসানো সিসি ক্যামেরায় বাড়ির আশপাশে বাঘটির আনাগোনা চোখে পড়ে লোকজনের।এসময়, বাঘটিকে ধরতে ফাঁদ পাতেন বাড়ির লোকেরা। মঙ্গলবার সকালে ফাঁদে পা দিয়ে খাঁচায় আটকা পড়ে বাঘটি।  খবর পেয়ে বালাগঞ্জ উপজেলা বনবিভাগের কর্মীরা মঙ্গলবার দুপুরে বাঘটিকে উদ্ধার করে সিলেটের খাদিমনগর বনবিভাগের কাছে হস্তান্তর করেছেন।

এ বিষয়ে হাজি আজির উদ্দিন বলেন, সিসি ক্যামেরায় বাঘটির গতিবিধি দেখে আমরা আটকের জন্য ফাঁদ পাতি। সকালে ঘুম থেকে ওঠে দেখি বাঘটি খাঁচায় আটকা পড়েছে।

বালাগঞ্জ উপজেলা বনবিভাগের প্রহরী মুহিব লাল রায় জানান, স্থানীয়দের কাছে খবর পেয়েই মেছো বাঘটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে, বাঘটিকে জঙ্গলে ছেড়ে দিয়েছে বন কর্তৃপক্ষ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *