শাহীন সিলেট মহানগর :: মহানগরীর পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ব্যবসায়ীদের মাঝে বিনামূল্যে ডাস্টবিন বিতরণ করছে সিলেট নগরীর ১৭ নং ওয়ার্ড কমিশনার রাশেদ আহমদ। সোমবার রাতে রাত ১১টায় লোহার পাড়া আবাসিক এলাকায় ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ করেন সিলেট নগরীর ১৭ নং ওয়ার্ড কমিশনার রাশেদ আহমদ । এরপর থেকে ধারাবাহিকভাবে ডাস্টবিন বিতরণ করা হবে বলে তিনি জানান।
ডাস্টবিন বিতরনে উপস্থিত ছিলেন আলম খাঁন,আজাদ আহমদ,বাদশাহ মিয়া,শাহদত আহমেদ ,মুমিন খাঁন,শুমিন খাঁন,জুনেদ আহমেদ ,সুমন ,ফারুক খাঁন,আয়েফ আহমদ,এনাম আহমদ,জুসেফ আহমদ,ফয়েজ আহমদ, , রেজা খান, রাজা খাঁন, মনসাজ নাসিম সালমান রহমান ,সানবির রহমান,জাকারিয়া আহমেদ,রাজু খাঁন,জুনেদ খাঁন,লিমন আহমেদ, মারুফ আহমেদ, আহজার উদ্দিন,ফারুক আহমেদ প্রমুখ।