সিলেট নগরে করোনাভাইরাস প্রতিরোধী গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (৭ আগস্ট) সকাল থেকে সিলেট সিটি করপোরেশনের বিভিন্ন এলাকার কেন্দ্রে টিকা নিতে দীর্ঘ লাইন দেখা গেছে। কেন্দ্রেই রেজিস্ট্রেশন করে টিকা নিচ্ছে মানুষ। প্রথম ২ ঘণ্টায় অগ্রাধিকার পাচ্ছেন বয়স্ক, নারী ও শারীরিক প্রতিবন্ধীরা।
সিটি করপোরেশন এলাকার ২৭ টি ওয়ার্ডের ৮১টি কেন্দ্রে একযোগে এই টিকা দেয়া হচ্ছে। সকাল ৯টা থেকে শুরু হওয়া টিকাদান চলবে বেলা ৩টা পর্যন্ত। সকালে নগরের কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায়, কেন্দ্রগুলোতে সকাল ৮টা থেকে লম্বা লাইন দেখা গেছে। টিকা গ্রহীতাদের এনআইডি কার্ড দেখে নাম ধরে ডেকে ডেকে টিকা দেয়া হচ্ছে।
টিকা কেন্দ্রে বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এর আগে সকাল ৯ টায় নগরের রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালে সিলেট সিটি কর্পোরেশন এলাকার ‘জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন’ এর উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
এদিকে প্রথমে সবশ্রেণীর মানুষকে আজ থেকে টিকা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হলেও টিকা সল্পতার কারণে এই সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার। আজ বয়স্ক, নারী ও প্রতিবন্ধিদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হবে। এছাড়া ১৮ বছর বয়সীদেরও এখনই টিকা দেওয়া হচ্ছে না।