সিলেট বন্দরবাজারে টাকা নিয়ে দ্বন্দ্বে দোকান ভাংচুর


সিলেট নগরীর বন্দর বাজারে নগরে টাকা নিয়ে দ্বন্দ্বে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভংচুর করা হয়েছে। ১২ জানুয়ারী মঙ্গলবার বিকেলে নগরীর বন্দরবাজারে এ ঘটনা ঘটেছে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রায়হান জানান, অর্থ লেনদেনের বিষয় নিয়ে নগর ছাত্রনেতা সজীবের নেতৃত্বে ২০/২৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে দোকানে হামলা চালিয়েছে। এ সময় কোনো হতাহত না হলেও প্রায় লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানান বেবসায়ী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেন নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *