সিলেট ব্লাড ফাউন্ডেশন রক্তদান ও সমাজকল্যাণ সংস্থার শ্রদ্ধাঞ্জলি


মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট ব্লাড ফাউন্ডেশন রক্তদান ও সমাজকল্যাণ সংস্থা শহীদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করেন তারা। এসময় তারা মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও লাখো বাঙালি শহীদানদের আত্মার মাগফেরাত কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন,সিলেট ব্লাড ফাউন্ডেশন এর কেন্দ্রীয় উপদেষ্টাঃ তালুকদার মোঃ শামসুদ্দিন শামস, owner of the monsoon international, London United Kingdom।
উপদেষ্টাঃ আব্দুল্লাহ সাফি সাহেদ,উপদেষ্টাঃ মাহফুজ চৌধুরী,এর সহযোগীতায়, প্রতিষ্ঠাতা মোঃ নাছির উদ্দিন বাদশা,সিলেট ব্লাড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও সভাপতিঃ উম্মে হাবিবা বাদশা,সহ-সভাপতিঃ সালেহ আহমেদ হৃদয়।সাধারন সম্পাদকঃ এনামুল হক সামী,যুগ্ম-সাধারন,সম্পাদকঃরাজু আহমেদ ইমন।যুগ্ম- সাধারণ সম্পাদকঃআদনান আহমেদ,সাংগঠনিক সম্পাদকঃ সাহিদা বিনতে হাসান,সহ-সাংগঠনিক সম্পাদকঃ জুয়েল আহমেদ,
সহ-সাংগঠনিকঃসাদমান আহমেদ,প্রচার সম্পাদকঃফারাবি আহমেদ ফাহিম,উপ-প্রচার সম্পাদকঃহাসান আহমেদ,দপ্তর সম্পাদকঃমাহমুদা আক্তার তান্নি,উপ-দপ্তর সম্পাদকঃমমতা বেগম মুন্নি,অর্থ সম্পাদকঃআসাদুজ্জামান আসাদ,
শিক্ষা সম্পাদকঃজাহিদ উদ্দিন,তথ্য ও যোগাযোগ সম্পাদকঃকামরুল হাসান অনিক,
দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদকঃইমাদ উদ্দিন,
সমাজসেবা সম্পাদকঃশেখ রাজু আহমেদ,
রুগীকল্যান বিষয়ক সম্পাদকঃ হিমেল বিন খালেদ,
ডোনার ক্লাব ও ড্রাগব্যাংক সম্পাদকঃরাসেদ আহমেদ,মহিলা ও শিশু বিষয়ক সম্পাদকঃসাথী আক্তার,ধর্ম বিষয়ক সম্পাদকঃরাসেল আহমেদ,
আরো উপস্থিত ছিলেন,হিন্দু- সিবু দাস সুমন,আইন বিষয়ক সম্পাদকঃশেখ ইয়াছিন আহমেদ ফাহিম,সিনিয়র সদস্যঃ.সরোয়ার আহমেদ, মোঃশাহার উদ্দিন, দেবাশীষ দাস দিপু,শক্তি ভট্রাচার্য্য,মোঃতাজ উদ্দিন,অপু বনিক,কামরুজ্জামান মুহিত,দেলোয়ার হোসেন,জাকির হোসাইন,মাহবুবুল আলম, শাহরিয়ার হোসাইন রুকন,শোহিবুর রহমান,হেলাল আহমেদ,ইমরান আহমেদ সুমন, সদস্যঃতানজিল আহমেদ,জামিল আহমেদ, জাকারিয়া আহমেদ লিটন,মজিদ আহমেদ, মোঃইউছুফ,মোঃসাজ্জাদ হোসেন,মোঃতাজ উদ্দিন চৌধুরী অনিল,অলিউডর রহমান মোজাহিদ, হাসান মাহমুদ হাসনাত,আরিফিন ইমরান, রাসেল আহমেদ, আহমেদ জাহিদ শুভ,মোঃশাহিন আহমেদ, মোঃরায়হান,মোঃমোবারক,জয়নাল আহমেদ,
হানাত মাহিন,মিলন আহমেদ,উজ্বলআহমেদ,মোঃজয়নাল,প্রিন্স জয়নাল, এমদাদুল হক সজল,হাসনাত মাহিম,আরিয়ান ইসলাম জুয়েল, আশরাফুল ইসলাম, আহমেদ মামুন,তানিম আহমেদ,রিয়াদ আহমেদ, নোমান আহমেদ, মামুন আহমেদ, ইজাজুল,হিরন আহমেদ,এস এ সাকিব, জুয়েল আহমদ,রাজু আহমেদ,রিমন চৌধুরী, মোঃ আকরাম হোসেন, রিয়াজ আহমেদ সহ আর অনেকেই।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *