সিলেট লেখিকা সংঘের স্থায়ী কার্যালয়ে প্রথম সভা


১২ মে বৃহস্পতিবার বিকেল। বাইরে তুমুল বৃষ্টি। বোশেখের  এলোপাতাড়ি ঝড়ের পর যেনো শ্রাবণের বারিপাত। পবিত্র রমজান মাস ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির পর আজ ছিল সিলেট লেখিকা সংঘের নিয়মিত সাহিত্য আসর ঈদ পুনর্মিলনী।

১৯৮২ সালের ১৭ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয় সিলেট লেখিকা সংঘ। প্রথম সভা অনুষ্ঠিত হয় সংঘের তৎকালিন সভানেত্রী কবি লায়লা রাগিবের বাসভবনে। তারপর থেকে অদ্যাবধি কেমুসাস সাহিত্য আসর কক্ষ সদস্যদের বাসাবাড়িতে বসতো লেখিকা সংঘের নিয়মিত আড্ডা।

সিলেট লেখিকা সংঘের সভাপতি, মরহুমা কবি লাভলী চৌধুরী একসময় দানবীর রাগিব আলীর কাছে স্থায়ী কার্যালয়ের জন্য আবেদন করেছিলেন। সেই ধারাবাহিকতায় লেখিকা সংঘের বর্তমান সভাপতি রওশন আরা চৌধুরীর আন্তরিক প্রচেষ্ঠায় দৈনিক সিলেটের ডাক এর সম্পাদক মন্ডলীর সভাপতি দানবীর রাগীব আলী কর্তৃক সিলেট নগরীর মধুবন সুপার মার্কেটের ৬ষ্ট তলায় লেখিকা সংঘের স্থায়ী কার্যালয়ের কক্ষ আসবাবপত্র বরাদ্দ পাওয়া যায়। প্রথমবারের মতো এই স্থায়ী কার্যালয়ে লেখিকা সংঘের সাহিত্য আসর ঈদ পুনর্মিলনী সভা আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। বৃষ্টি ভেজা বিকেলে সকল সদস্যের সরব উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে লেখিকা সংঘের নতুন স্থায়ী কার্যালয়। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়াতে আনন্দ আয়োজনে ছিল স্বতঃস্ফূর্ত আপ্যায়ন। সিলেট লেখিকা সংঘের সকল সদস্য তাঁদের বক্তৃতায় দেশের বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবী দানবীর রাগিব আলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *