শুক্রবার (৪ মার্চ) যুক্তরাষ্ট্রের ফেডারেল আপিল আদালত কোভিড-১৯ মহামারীর বিস্তার রোধে সীমান্তে অভিবাসীদের আশ্রয় সীমিতকরণ আদেশ বহাল রেখেছে। তাছাড়া সংক্রমণের উদ্বেগ সীমান্তে অবস্থানরত অভিবাসীদের যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে।
তবে অভিবাসীদের মামলা করার সুযোগ ছাড়াই দেশে বহিষ্কার যাতে না করা হয় সে বিষয়ে সুরক্ষা নিশ্চিত করা হয়েছে।
এসোসিয়েটেড প্রেস (এপি) এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।