সুচিত্রার বদলে এবার ঋতুপর্ণা!


বিনোদন ডেস্ক :: কলকাতায় ৪৩ বছর পর আবার আসছে শরৎচন্দ্রের চট্টোপাধ্যায়ের ‘দত্তা’।  ১৯৭৬ সালে ‘দত্তা’ পরিচালক অজয় করের হাত ধরে কলকাতায় এসেছিল। এবার আসছে সাংবাদিক পরিচালক নির্মল চক্রবর্তীর হাত ধরে।

এরইমধ্যে শুরু হয়েছে ছবির শুটিং। প্রথমেই হল বীরভূমে। এরপর কলকাতায়। ছবিকে যতটা সম্ভব নিখুঁত করা যায় সে চেষ্টা পরিচালক নির্মলের। পুরনো কালের ফিটন গাড়ি খুঁজে বের করেছেন তিনি। তবে গাড়িটিকে ঠিকমতো জায়গায় আনতে অনেক খাটতে হয়েছে পরিচালককে।

অজয় করের ‘দত্তা’ ছবিতে বিজয়া-র চরিত্র করেছিলেন সুচিত্রা সেন। নির্মলের ছবির বিজয়া ঋতুপর্ণা সেনগুপ্ত।

পরিচালক নির্মল চক্রবর্তী বলেন, “আমার ছবির জন্য ঋতুকে রাজি না-করাতে পারলে, করতামই না। ঋতু ছাড়া হবেই না ‘দত্তা’।”

ঋতুপর্ণা অবশ্য অনেক দিন ধরেই নির্মলকে চেনেন। তিনি রাজি হয়ে গিয়েছিলেন ‘দত্তা’নামটা শুনেই।
ঋতুর কথায়, আমি এই ছবিটা করতাম। আমার অনেক দিনের ইচ্ছে ছিল ‘দত্তা’ নতুন করে কেউ বানালে সেটা আমি করব। তাই না করতে পারলাম না। আমার মনে হয় আজকের সমাজেও এই উপন্যাস সমান ভাবে জনপ্রিয়। নতুন ভাবে নিজেকে নিয়ে কাজ করতে পারবো। আশা করছি মানুষেরও ভাল লাগবে।