সুনামগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


সুনামগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে। বৃহস্পততবার দুপুরে বিরাম ল্যাবরেটরি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মাদ আব্দুল আহাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এর সহধর্মিনী নাহিদ আফরোজ সুলতানা, অতিরিক্ত জেলা প্রশসাক (সার্বিক), সুনামগঞ্জ মোহাম্মদ শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সুনামগঞ্জ এর সহধর্মীনী সারা ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করেন এবং অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে বিশেষ উপহার প্রদানের ঘোষণা প্রদান করেন।

বিয়াম ল্যাবরেটরি স্কুলের ভারপ্রাপ্ত প্রিন্সিপালসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থী বৃন্দ এবং অভিবাবকবৃন্দ উপস্থিত ছিলেন।