সুযোগ পেলে কাজে লাগাতে না পারলেই বিপদ: জামাল ভূঁইয়া

Banglashangbad

গত বছর ১৯ আগস্ট এশিয়ান গেমস ফুটবলে কাতারের বিরুদ্ধে ১-০ ব্যবধানের জয়ের গোলটি করেছিলেন অধিনায়ক জামাল ভূঁইয়া। সেই কাতার এবার বাংলাদেশের সামনে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে। বুধবার সংবাদ সম্মেলনে অধিনায়ক অবশ্য বলেছেন, ‘ওই ম্যাচ আর এই ম্যাচ এক নয়। ওটা ছিল অনূর্ধ্ব-২৩ দলের, এটি জাতীয় দলের। এ ম্যাচটি অনেক কঠিন হবে আমাদের জন্য।’

এশিয়ান গেমসে আপনার গোলেই ইতিহাস গড়ে দ্বিতীয় পর্বে উঠেছিল বাংলাদেশ। এই ম্যাচেও কাতারের বিরুদ্ধে গোল করতে চান নিশ্চয়ই? ‘গোলের সুযোগ আসবে। আর আসলে সেটা কাজে লাগানোর চেষ্টা করবো। না হলে বিপদ, খেসারত দিতে হবে।’

কাতার এশিয়ান চ্যাম্পিয়ন। জামাল ভূঁইয়া সে কথাটিও মনে করিয়ে দিয়েছেন সংবাদ সম্মেলনে, ‘ওরা এশিয়ার এক নম্বর দল। আমরা একটা কঠিন ম্যাচের জন্যই প্রস্তুত হচ্ছি। আমরা সুযোগ পেলে তা কাজে লাগানোর চেষ্টা করবো।’

প্রথম ম্যাচে বাংলাদেশ সুযোগ নস্ট করার খেসারত দিয়ে ১-০ গোলে হেরেছিল আফগানিস্তানের কাছে। সে ধরনের ভুল কাতারের বিরুদ্ধে হলে পরিণতি আরও খারাপ হবে উল্লেখ করে অধিনায়ক বলেন, ‘আফগানিস্তানের বিরুদ্ধে আমাদের সামনে ভালো কিছু সুযোগ এসেছিল; কিন্তু আমরা সেগুলো কাজে লাগাতে পারিনি। আমি এশিয়ান গেমসে কাতারের বিরুদ্ধে গোল করেছি। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে গোল করাটাও একটা স্বপ্ন। সুযোগ পেলে তা অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করবো।’

আগের ম্যাচে এই কাতারকে তাদের মাটিতেই গোলশূন্য রুখে দিয়ে এসেছে ভারত। সেটা বাংলাদেশের জন্য কোনো অনুপ্রেরণা হবে কিনা? ‘ভারতের বিরুদ্ধে দুর্দান্ত খেলেও গোল বের করতে পারেনি কাতার। তারা ভারতের জালে ২৯ টা শট নিয়েই ব্যর্থ হয়েছে। এ ম্যাচেও কাতার আক্রমণাত্মক ফুটবল খেলবে। আমাদের লক্ষ্য থাকে প্রতি আক্রমনে গোল বের করা’- বলেছেন বাংলাদেশ অধিনায়ক।