গত শনিবার স্টারলিং হাইটসে গোলাগুলিতে ৩০ বছর বয়স্ক এক ব্যক্তির নিহতের ঘটনায় পুলিশ সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ১৩ই জুন শনিবার সকাল ৯ টার দিকে মাউন্ট রোডে সংঘটিত হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর পর একাধিক গুলি বদ্ধ অবস্থায় মৃত ব্যক্তিকে উদ্ধার করে। পুলিশের তথ্যমতে, ভুক্তভোগির পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
পরদিন শনিবার সকালে স্টারলিং হাইটস পুলিশ বিভাগের কর্মকর্তারা এই মামলায় গ্রেফতারের ঘোষণা দেন। সন্দেহভাজনকে গ্রেপ্তার করার পরে তার ওপর বিভিন্ন চার্জ আরোপ করা হবে। ঘটনায় কোন প্রত্যক্ষদর্শী থাকলে স্টারলিং হাইটস পুলিশ প্রদত্ত নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে-৫৮৬-৪৪৬-২৮২৫