স্বর্ণবারসহ গ্রেফতার বিমানের তিন পরিচ্ছন্নতাকর্মী রিমান্ডে


ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কেজি ৩২০ গ্রাম স্বর্ণসহ গ্রেফতার তিন পরিচ্ছন্নতাকর্মীকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন- সুমন শিকদার (৩৪), শাহিন হোসেন (২৭) ও বেলাল আকন (২৮)।

রোববার (৫ জানুয়ারি) তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপ-পরিদর্শক কবির হোসেন থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শনিবার (৪ জানুয়ারি) সকালে তাদের আটক করা হয়। বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন শিমুল  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেলা ১১টা ২০ মিনিটে বিমানবন্দরের কনকোর্স হলে বিমানের পরিচ্ছন্নতাকর্মী মো. সুমন শিকদারকে (৩৪) জুতার তলায় লুকানো ২০টি স্বর্ণের বারসহ আটক করা হয়। এ সময় তার সহযোগী বিমানের পরিচ্ছন্নতাকর্মী মো. শাহিন হোসেন (২৭) ও মো. বেলাল আকনকেও (২৮) আটক করা হয়।

ঘটনার বিবরণে তিনি বলেন, ‘আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-০২৮ ঢাকায় আসে। ওই বিমানের পরিচ্ছন্নতার কাজ করেন সুমন, শাহিন ও বেলাল। বিমানবন্দরের বিমানটি যাত্রী নামানোর জন্য ডকিং করার পর পরিচ্ছন্নকর্মীরা বিমানে যায়। পরিচ্ছন্নতার কাজ শেষ হলে তারা নেমে আসেন। এ সময় বিমানের নিরাপত্তায় থাকা আর্মড পুলিশের সদস্যরা সুমনকে তল্লাশি করতে চাইলে সে বাকবিতণ্ডায় জড়িয়ে যায়। পরবর্তীতে সুমনসহ তিন জনকে বিমানবন্দর আর্মড পুলিশের অফিসে নিয়ে তল্লাশি করলে সুমনের দুই জুতার তলায় ২০পিস স্বর্ণের বার পাওয়া যায়।’

জিজ্ঞাসাবাদে সুমন জানায়, কালাম নামের বিমানের এক টেকনিশিয়ান বিমানের মধ্যেই তাকে এসব স্বর্ণবার হস্তান্তর করে। এ কাজের জন্য সে ২০ হাজার টাকা পেত।

আটক স্বর্ণের বারের বাজার মূল্য এক কোটি ১৬ লাখ টাকা। গ্রেফতারকৃত বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়।