স্বর্ণের দাম পড়ে দাঁড়াল ৫০ হাজারের ঘরে


ভারতে ক্রমেই কমতে শুরু করেছে স্বর্ণের দাম। উৎসবের মৌসুমের আগে স্বর্ণের দামের কমতি বিক্রেতাদের মুখে হাসি ফোটাতে শুরু করেছে। অন্যদিকে, বাজারে সোনার দাম কনতে থাকায় বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ। ভারতের এমসিএক্স ফিচারে সোনার দাম দাঁড়িয়েছে ৫০,৭৭১ টাকা (ভারতয়ি রুপি)। এদিন ১০ গ্রামের হিসাবে ০.১ শতাংশ কমতে শুরু করে সোনার দাম।

জানা গেছে, বিশ্ববাজারেও এদিন সোনার দাম অনেকটাই কমতিতে ছিল। বিশ্ববাজারে দাম ১.৪ শতাংশ কমেছে। এর প্রভাব বিশ্বের অনেক দেশের স্বর্ণের বাজারেও পড়েছে। এদিকে, ভারতে রুপার দাম এদিন এমসিএক্স ফিচারে ০.০৫ শতাংশ পড়েছে। ফলে এক কেজিতে রুপার দাম ৬৮, ২৮৭ টাকা হয়েছে। এই নিয়ে পর পর দিনে নামল রুপার দর।

ওয়ান ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ২২ ক্যারেটে কলকাতায় সোনার দাম আজ ৪৯,৯৯০ টাকা ছিল। উল্লেখ্য, অন্যান্য শহরও ২২ ক্যারেটের দাম এমনই হারে বজায় রেখেছে আজ। কলকাতায় ২৪ ক্যারেটে সোনার দাম আজ ৫২, ৬৯০টাকা হয়েছে। চেন্নাইতে এদিন সোনার দাম ২২ ক্যারেটে ছিল ৪৮, ৭৭০ টাকা। ২৪ ক্যারেটে ছিল ৫৩, ২০০ টাকা। মুম্বাইতে সোনার দাম আজ ২২ ক্যারেটে ছিল ৪৯, ৩৪০ টাকা। ২৪ ক্যারেটে ৫০,৩৪০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৯৬০০ টাকা। ২৪ ক্যারেটে ৫৪,১১০ টাকা ছিল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *