হংকংয়ে বিক্ষোভে অংশ নেয়া এক বিক্ষোভকারীকে গুলি করেছেন এক পুলিশ কর্মকর্তা। স্থানীয় সময় সোমবার সকালে বিক্ষোভে অংশ নেয়া লোকজনের ওপর গুলি চালায় পুলিশ।
সামাজিক মাধ্যমে ইতোমধ্যেই এই ছবি ভাইরাল হয়ে গেছে। একটি ফুটেজে দেখা গেছে সাই ওয়ান হো জেলায় এক পুলিশ কর্মকর্তা এক মুখোশ পরিহিত ব্যক্তিকে আটকের চেষ্টা করছেন। সেখানকার একটি রাস্তা অবরোধ করে রেখেছিল বিক্ষোভকারীরা।
সে সময় অপর এক বিক্ষোভকারী এগিয়ে গেলে তার বুকে গুলি চালায় পুলিশ। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ওই বিক্ষোভকারী বেঁচে আছেন কি-না তা এখনও নিশ্চিত নয়।
এর পরেই আরও দু’বার তাজা বুলেট ছোড়া হয়। পুলিশের গুলিতে মুখোশ পরা আরও এক বিক্ষোভকারী মাটিতে পড়ে যান। পরবর্তীতে দু’জন বিক্ষোভকারীকে পুলিশকে আটক করে নিয়ে যেতে দেখা গেছে।
সে সময় প্রথম ব্যক্তির সারা শরীর ছিল রক্তাক্ত। যখন কর্মকর্তারা তাকে ধরে নিয়ে যাচ্ছিলেন তখন তাকে খুব নিস্তেজ দেখা যাচ্ছিল। তবে দ্বিতীয় ব্যক্তির জ্ঞান ছিল এবং তাকে কথা বলতে দেখা গেছে। গত জুনে হংকংয়ে বিক্ষোভ শুরুর পর এ নিয়ে তৃতীয়বার পুলিশ সরাসরি কাউকে গুলি চালিয়েছে।