ডেস্ক রিপোর্ট :: বিমান প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলী বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে মুক্তিযোদ্ধাদের পদদলিত করা হয়। ১৯৭১ সালের ৪ এপ্রিল বঙ্গবন্ধুর স্বাধীনতার ডাকে সামরিক কর্মকর্তারা সাড়া দিয়েছিলেন। সে ইতিহাস মুছে ফেলা যাবে না।
বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ মুক্তিযোদ্ধা ইউনিটের এক সমাবেশে এ কথা বলেন মন্ত্রী।
এ সময় আরো উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-১ আসনের এমপি শাহনেওয়াজ মিলাদ গাজী, সাবেক সেনাপ্রধান কেএম শফিউল্লাহ, এডিসি ফজলুল জাহিদ পাবেল, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান হেলাল মোর্শেদ, এসপি মোহাম্মদ উল্লাহ প্রমুখ।