সুনামগঞ্জ-২ আসনের এমপি জয়া সেনগুপ্ত বলেছেন, হাওরাঞ্চলের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার খুবই আন্তরিক। তাই আওয়ামী লীগ সরকার হাওর পাড়ের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে ব্যাপক কার্যকর পদক্ষেপ নিয়েছে।
বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশেষ আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, হাওর রক্ষা বাঁধের জন্য যেসব ইউপির নৌকা চলাচলে অসুবিধা হয়, সেসব ইউপির বাঁধ কেটে জনসাধারণের যাতায়াতের ব্যবস্থা করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর সন্তুষ্ট রয়েছি। এ ধারা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকতে হবে।
দিরাইয়ের ইউএনও (ভারপ্রাপ্ত) বিশ্বজিৎ দেবের সভাপতিত্বে ও দিরাই থানার ওসি কেএম নজরুলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, পৌর মেয়র মোশাররফ মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সিনহা।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আতাউর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়, উপজেলা কৃষি কর্মকর্তা আবু মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কামরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা রাজ মনি সিংহ, দিরাই সরকারি হাসপাতালের মেডিকেল অফিসার ডা. পিয়াস দেব, ইউপি চেয়ারম্যান এহসান চৌধুরী, মুজিবুর রহমান তালুকদার, রতন কুমার দাস তালুকদার, শিবলী আহমদ বেগ, শাহজাহান কাজী, রেজুয়ান খান, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল হালিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, দিরাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সব্যসাচী দাস চয়ন, দিরাই অনলাইন প্রেস ক্লাব সভাপতি মুজাহিদুল ইসলাম সর্দার, পাউবো শাখা প্রধান রিপন আলী, আনসার ভিডিপির টিআই ডালিম, নারী নেত্রী রিনা জয়নাল আহমদ প্রমুখ।