হাকিমপুরে জিএসবি’র দ্বিতীয় পর্যায়ে জরিপ শুরু


ডেস্ক রিপোর্ট :: দিনাজপুরের হাকিমপুর উপজেলার মুশিদপুর গ্রামে লোহা, চুম্বকীয় খনিজ পদার্থ এবং চুনা পাথরের সন্ধান পাওয়ার পর এবার দ্বিতীয় পর্যায়ের জরিপ কাজ শুরু করেছে বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদফতর।
শুক্রবার বিকেলে ইশবপুর গ্রামে এ জরিপ কাজের উদ্বোধন করেন দিনাজপুর ৬ আসনের এমপি শিবলী সাদিক। তবে অন্যান্য স্থানের তুলনায় অপেক্ষাকৃত কম গভীরতায় এখানকার খনিজ পদার্থের সন্ধান পাওয়ার সম্ভাবনা রয়েছে বলছেন জরিপ কর্মকর্তারা।

বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদফতরের পরিচালক সাইদুল হোসেন জানান, গত ২০১৩ সালে দিনাজপুরের হাকিমপুর উপজেলার মুশিদপুর গ্রামে খনিজ সম্পদ অনুসন্ধানে জরিপ চালায় বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদফতর (জিএসবি)। সেখানে ১হাজার ১৯০ ফিট থেকে ১হাজর ১৯৮ ফিট পর্যন্ত গভীরতার স্তরে চুনা পাথর, ১ হাজার ৩৬৭ ফিট গভীরতা থেকে কঠিন শিলা ও লোহার আকরিক এবং ১ হাজার ৫শ থেকে ২ হাজার ১শ ফিট পর্যন্ত স্তরে চুম্বকীয় পদার্থের সন্ধান পাওয়া যায়।

বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদফতরের উপ-পরিচালক প্রকৌশলী মাসুদ রানা জানান, এরই ধারাবাহিকতায় উপজেলার এ ইশবপুর গ্রামে দ্বিতীয় পর্যায়ের জরিপ কাজ শুরু করেছে বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদফতর জিএসবি’র ৩০ সদস্যের একটি দল।

এমপি শিবলী সাদিক জানান, এখানে আবিস্কার হলে এবং এখানকার খনিজ সম্পদ উঠানো সম্ভব হলে এখানকার জীবনমান পরিবর্তন হবে।

জরিপ কর্মকর্তারা বলছেন, এখানে কি পরিমাণ খনিজ পদার্থের মজুদ রয়েছে তা পরীক্ষা-নিরীক্ষার পরই জানা সম্ভব হবে।