রাজধানীর হাজারীবাগে একই ব্যক্তির বিরুদ্ধে দুই গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। ঘটনায় অভিযুক্ত ধর্ষক মনিরকে (৩৪) আটক করেছে পুলিশ।
হাজারীবাগ থানার উপপরিদর্শক (এস আই) সহিদুল ইসলাম ভুক্তভোগী দুই গৃহবধূকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ভুক্তভোগী দুই গৃহবধূ সম্পর্কে আপন জা। বর্তমানে তারা ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি রয়েছেন।
এস আই সহিদুল ইসলাম জানান, ঘটনার পর থানায় মামলা হয়েছে। আসামি মনিরুল ইসলাম (মনির) আটক করা হয়েছে।
তিনি আরও জানান, মনির পেশায় টেক্সি চালক। প্রথমে এক জনের সঙ্গে মোবাইলের মাধ্যমে তার পরিচয় হয়। পরে দেখা এবং সম্পর্কের ঘনিষ্ঠতায় কয়েকবার ধর্ষণ করেন।
পরে তার দেবরের বউয়ের মোবাইলে নম্বর নিয়ে তার সঙ্গেও কথা বলতে বলতে সম্পর্ক করে তাকেও কয়েকবার ধর্ষণ করেন। এক পর্যায়ে দুই জা মিলে ধর্ষককে থানায় নিয়ে এসে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে থানায় মামলা হয়েছে।