হামট্রামিকে দর্শক মাতালেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নোবেল


বৈশাখী উৎসব ইনক্, মিশিগানের আয়োজনে গত ২৭ অক্টোবর হামট্রামিকের গেইট অব কলম্বাসে অনুষ্ঠিত  সাস্কৃতিক সন্ধ্যা “বাজনা”- য়  হলভর্তি দর্শক মেতে উঠল দুই বাংলায় সমান জনপ্রিয়  সারেগামাপা খ্যাত নোবেলের সংগীত মূর্ছনায়।  নোবেলের সাথে সাথে দর্শক মাতালেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবায়ের টিপু। অনুষ্ঠানটি উদ্বোধন করেন  প্রখ্যাত নিউরলজিস্ট ডা: দেবাশীষ মৃধা ও তার  সহধর্মিনী চিনু মৃধা।

সন্ধ্যায় শুরু হওয়া  অনুষ্ঠানে হলভর্তি সঙ্গীত প্রিয় দর্শকের উপস্থিতিতে  সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় তারকারা। শত ব্যস্ততার মধ্যেও বিপুলসংখ্যক প্রবাসী এ সংগীতানুষ্ঠান উপভোগ করতে আসা দর্শকদের প্রধান আকর্ষণ ছিল নোবেল। নোবেল স্টেজে আসার পর   দর্শকের  মুহুর্মুহু করতালিতে উপভোগ্য হয়ে ওঠে পুরো অনুষ্ঠানটি। নোবেল  এবং জুবায়ের টিপু একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করে দর্শকদের মাতিয়ে  তোলেন । এছাড়া অনুষ্ঠানে অন্যান্য শিল্পীরাও সঙ্গীত পরিবেশন করেন।

ভারতীয় বাংলা টেলিভিশন চ্যানেল জি বাংলার গানের অনুষ্ঠান ‘সারেগামাপা’-তে অংশ নিয়ে বাজিমাৎ করেন তরুণ বাংলাদেশি গায়ক মাঈনুল আহসান নোবেল। দুই বাংলার দর্শকরাই তার গায়কীতে মুগ্ধ। শুধু দর্শকদের মুগ্ধতাই নয়, নোবেল প্রশংসা পেয়েছেন খ্যাতনামা সঙ্গীতজ্ঞদের কাছ থেকেও।রকস্টার সুলভ তার গায়কীও বেশ প্রশংসিত। ‘সারেগামাপা’-তে দর্শক বিচারের প্রথম হলেও বিচারকদের রায়ে  তৃতীয় স্থান অধিকার করেন  নোবেল।   জনপ্রিয়  ভারতীয় সংগীতশিল্পী অনুপম  রায়ের কম্পোজিশনে  ক্যারিয়ারের শুরুতেই প্লেব্যাক করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী।

দর্শক উপস্থিতি  ও আয়োজকদের অক্লান্ত পরিশ্রমের ফলে সঙ্গীতানুষ্ঠানটি দর্শক প্রশংসা লাভ করে। অনুষ্টানের সার্বিক তত্বাবধানে ছিলেন সেলিম আহমদ, সাকের উদ্দিন সাদেক, মোঃ জাহেদ মাহমুদ আজিজ সুমন,শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, রাসেল মোহাম্মদ, মৃদুল কান্তি সরকার, শেখ বদরুদ্দোজা জুনেদ সৈয়দ সালেক আহমদ ।

সার্বিক সহযোগিতায় ছিলেন কাদের আজাদ, রুম্মান আহমদ চৌধুরী ইভান, সৈয়দ ইয়াহিয়া, কবির আহমদ শাহরিয়ার, মুকুল খান, তাহমিদ খান, গৌতম দেব শুভ্র, রুম্মান আহমদ স্বাগত, রাহাত আহমদ, রাজ রহমান, সুফিয়ান আহমদ, মো: নুর মিয়া, খাজা আফজাল হোসেন, কাজী মামুন, আব্দুল আজিম, তরিক উদ্দিন, রুহুল আমিন, ইমরান এইচ নাহিদ, হাসিন হাসনাত, রাফাত খান, রনি আহমদ, আরিফ আরমান জিসান, মুহতাসিন রহমান সাদমান, রিফাত উদ্দিন, ওয়াসিমুর রহমান, মো: তাহমিদ, আহমেদ ইকবাল খান ও মাসুকুর  খান।

অনুষ্ঠানে বাঙালি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গসহ প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীদের উপস্থিতি সঙ্গীতানুষ্ঠানকে সফল করে তোলে। সঙ্গীতানুষ্ঠানটি বৈশাখী উৎসব ইনক্ এর ব্যানারে দ্বিতীয়  আয়োজন। বাংলাদেশের ইতিহাস  ও   সংস্কৃতিকে  নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য সংগঠনটি পরবর্তী বছরগুলোতে সঙ্গীতানুষ্ঠান আয়োজনের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ।