হামলাকারীর বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ গঠন


নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দু’টি মসজিদে হামলা চালিয়ে ৫১ মুসলিমকে হত্যাকারী অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন ট্যারেন্টকে সন্ত্রাসবাদের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার দেশটির পুলিশ এক বিবৃতিতে এ খবর জানিয়েছে। – খবর বিবিসি’র

ব্রেন্টনের বিরুদ্ধে এরই মধ্যে ৫১ জন হত্যা ও আরো ৪০ জনকে হত্যা প্রচেষ্টার অভিযোগ আনা হয়েছে। আগামী জুনে তাকে আদালতে নেয়া হবে।

শ্বেত বর্ণবাদী ব্রেন্টন গেল ১৫ মার্চ জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চ শহরের আল-নূর ও লিনউড মসজিদে নির্বিচারে গুলি চালিয়ে ৫০ জনকে হত্যা করেন। পরে হাসপাতালে আরো একজন মারা যান। এ ঘটনায় আহত হয় ৪০ জন।

বন্দুক হামলা চালানোর সময় হামলার ঘটনাটি ফেসবুকে লাইভ শেয়ারও করেন ব্রেন্টন ট্যারেন্ট।

নিউজিল্যান্ডের ইতিহাসে এটি সবচেয়ে প্রাণঘাতী নির্বিচার গুলি চালানোর ঘটনা। এ হামলার পর নিউজিল্যান্ডের পার্লামেন্ট সামরিক ধরনের আধা-স্বয়ংক্রিয় অস্ত্রের ওপর নিষেধাজ্ঞা জারি করে আইন পাশ করে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *