হার্ট লান মেশিন সিলেটবাসীর স্বাস্থ্যসেবায় ব্যবহার করা হবে


পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন নিশ্চিত করেছেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ‘হার্ট লান মেশিন’ কোথাও যাবে না। এখানেই কার্ডিয়াক সেন্টার নির্মাণ ও লোকবল নিয়োগ করে মূল্যবান এ যন্ত্রটিকে সিলেটবাসীর স্বাস্থ্যসেবায় ব্যবহার করা হবে।

শনিবার বিকেলে সিলেট উন্নয়ন ও ঐতিহ্যের স্মারক সংরক্ষণ পরিষদের দেয়া একটি স্মারকলিপি গ্রহণ করে তিনি এ নিশ্চয়তা দেন।

পররাষ্ট্র মন্ত্রী বলেন, সিলেট জেলা হাসপাতালের নির্মাণকাজ শুরু ও লোকবল নিয়োগ প্রক্রিয়া নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে তার কথা হয়েছে।

তিনি আরো জানান, স্বাস্থ্যমন্ত্রী তাকে এ দুটি কাজ দ্রুত সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন।

স্মারকলিপিতে সিলেট অঞ্চলের সড়ক, নৌ, রেল ও আকাশ পথে বিরাজমান নানা সমস্যা তুলে ধরা হয়েছে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, সিলেট উন্নয়ন ও ঐতিহ্যের স্মারক সংরক্ষণ পরিষদের আহ্বায়ক জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ এবং সদস্য জ্যেষ্ঠ সাংবাদিক তাপস দাশ পুরকায়স্থ, মুহিত চৌধুরী ও নাজমুল কবির পাবেল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *