ক্রীড়া ডেস্ক :: আইপিএলের দ্বাদশ আসরের প্রথম ম্যাচে সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দরাবাদের প্রথম ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। নিজের প্রাক্তন দলের বিপক্ষে খেলতে নামার আগে অতীতের কথা মনে করে স্মৃতিকাতর হয়ে পড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
যে ইডেন গার্ডেনসে ছয়টি মৌসুম খেলেছেন কলকাতার জার্সি গায়ে, সেই একই মাঠে এবার সাকিব নামবেন প্রতিপক্ষ দলের হয়ে। তবে ম্যাচ শুরুর আগে সবার মনে একটাই প্রশ্ন, ‘হায়দরাবাদের একাদশে থাকবেন তো সাকিব?’ আজ বিকেল সাড়ে চারটায় ইডেন গার্ডেনসে হওয়া লড়াইয়ে দেখা যাবে তো সাকিবকে?
গত আসরের কথা মাথায় রাখলে সাকিব আল হাসানের একাদশে সুযোগ পাওয়া নিয়ে সংশয় থাকার কথা নয় কারো মনে। কেননা সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্রথমবার খেলতে নেমে দলের নিয়মিত মুখে পরিণত হয়েছিলেন সাকিব।
খেলেছেন পুরো মৌসুমের সবকয়টি ম্যাচ। দলকে রানারআপ করতে ব্যাট-বলে রেখেছিলেন দারুণ অবদান। আসরের ১৭ ম্যাচে ব্যাট হাতে ২৩৯ রান এবং বল হাতে ১৪ উইকেট নিয়ে নিজের কার্যকরিতাও প্রমাণ করেছেন সাকিব।
তবু শোনা যাচ্ছে নানান গুঞ্জন। চলতি আসরে সাকিব আল হাসানের বদলে অলরাউন্ডার হিসেবে হায়দরাবাদের একাদশে দেখা যেতে পারে আফগান তারকা মোহাম্মদ নবীকে। নিচের দিকে নেমে ঝড়ো ব্যাটিংয়ের সঙ্গে কার্যকরী অফস্পিনে টি-টোয়েন্টি ক্রিকেটের দারুণ এক প্যাকেজ নবী। সাকিবের সঙ্গে প্রতিযোগিতা করেই একাদশে জায়গা পেতে হবে তাকে।
এদিকে কাঁধের ইনজুরির কারণে দলের অধিনায়ক কেন উইলিয়ামসনকে ছাড়াই নামতে হবে হায়দরাবাদের। তার বদলে সহ-অধিনায়ক ভুবনেশ্বর কুমার দলকে নেতৃত্ব দেবেন আসরের প্রথম ম্যাচটিতে। তবে প্রথম ম্যাচ থেকেই দেখা যাবে অস্ট্রেলিয়ান তারকা ওপেনার ডেভিড ওয়ার্নারকে।
এছাড়া বিদেশী কোটায় হায়দরাবাদের অন্য দুইজনের একজন নিশ্চিতভাবেই আফগান লেগস্পিনার রশিদ খান। দলের চতুর্থ বিদেশী হওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে ইংল্যান্ডের উদ্বোধনী ব্যাটসম্যান জনি বেয়ারস্টো।
কলকাতার বিপক্ষে এখনো পর্যন্ত ১৫ ম্যাচের মধ্যে ৬টিতে জিততে পেরেছে হায়দরাবাদ। বাকি ৯টিতে জয়ী দলের নাম কলকাতা। গত আসরে লিগ পর্যায়ের ২ ম্যাচের মধ্যে ১টি করে জিতেছিল দুই দলই। পরে প্লে-অফ পর্বে মুখোমুখি লড়াইয়ে ১৪ রানের ব্যবধানে জিতেছিল সাকিব আল হাসানের বর্তমান দল সানরাইজার্স হায়দরাবাদই।
সানরাইজার্স হায়দরাবাদ সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, ঋদ্ধিমান সাহা, সাকিব আল হাসান, মনিশ পান্ডে, বিজয় শঙ্কর, ইউসুফ পাঠান, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কাউল ও সন্দ্বীপ শর্মা।
কলকাতা নাইট রাইডার্স সম্ভাব্য একাদশ: ক্রিস লিন, সুনিল নারিন, রবিন উথাপ্পা, নিতিশ রানা, দীনেশ কার্তিক, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, কুলদ্বীপ যাদভ, পিয়ুশ চাওলা, প্রাসিধ কৃষ্ণা ও হ্যারি গার্নি।